Mouni Roy Wedding Date: অবশেষে বলিউডের 'এই' বাঙালিনীর বিচ ওয়েডিং 'কনফার্ম'! কোথায় বসছে আসর? দিন কবে?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Mouni Roy Wedding date: বিয়ের আমন্ত্রিতদের তালিকায় কিছুটা কাটছাঁট করতে হচ্ছে অভিনেত্রীকে। কারা রয়েছেন তালিকায়? দেখুন
advertisement
1/8

সুরজ নাম্বিয়ার (Suraj Nambiar) সঙ্গে চলতি বছরেই যে বিয়ে করতে চলেছেন বলিউডের ছিপছিপে বাঙালি নায়িকা মৌনী রায়, তা জানা গিয়েছিল আগেই।
advertisement
2/8
জানা যাচ্ছে, পাঁচতারা হোটেলও বুক হয়ে গিয়েছে। সেখানেই থাকবেন অভিনেত্রী, দুই পরিবারের লোকজন ও অতিথিরা। বিয়ের থিম রং সাদা। ওইদিন সকলেই সাজবেন সাদা রংয়ের পোশাকে।
advertisement
3/8
কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বঙ্গকন্যা মৌনী রায় (Mouni Roy)? শোনা যাচ্ছে, দীর্ঘদিনের প্রেমিক প্রেমিক সূর্য নাম্বিয়ারের সঙ্গে চলতি মাসের ২৭ তারিখ সাতপাকে বাঁধা পড়বেন অভিনেত্রী। জোরকদমে চলছে তাঁরই প্রস্তুতি। আর গোয়ার সমুদ্রসৈকতে স্বপ্নের বিয়ের আসর সাজাচ্ছেন কোচবিহারের বঙ্গতনয়া।
advertisement
4/8
প্রসঙ্গত, প্রথমে জানা গিয়েছিল বিয়ে করতে বিদেশে উড়ে যাবেন তিনি। দুবাই বা ইতালিতে বসবে তাঁর বিয়ের আসর। কিন্তু পরবর্তীকালে পরিবারসূত্রে জানা যায়, বিদেশে নয়, দেশের মাটিতেই সাতপাক ঘুরবেন মৌনী। তবে পরিবারের তরফ থেকে, এমনকি অতিথিদের তরফ থেকেও মুখে কুলুপ আঁটা হয়েছে।t) প্রাক্তন বান্ধবী, পবিত্র রিস্তার (Pavitra Rishta Fame) অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhane) ও ভিকি জৈনের (Vicky Jain) বিয়েও হবে এরই মধ্যেই ৷ তবে এরই মাঝেই বড় খবর প্রকাশ্যে আসছে যে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মৌনি রায় (Mouni Roy Wedding) ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
5/8
শোনা যাচ্ছে, মুম্বই ও গোয়া যাতায়াত করে বিয়ের প্রস্তুতি সারছেন মৌনী। আপাতত দেশেই রয়েছেন মৌনীর হবু বর সূর্যও। শোনা যাচ্ছে, বিয়েতে একটি নাচের অনুষ্ঠানেরও আয়োজন রাখা হবে।
advertisement
6/8
গত ডিসেম্বরেই অভিনেত্রীর ছবি এবং ভিডিও দেখে নেটিজেনদের সন্দেহ করা হয়েছিল, গোয়ায় ‘ব্যাচেলরেট পার্টি’-তে আনন্দে মজেছেন তিনি। এ বার শোনা যাচ্ছে, সেই গোয়ার সমুদ্রসৈকতেই বিয়েও সারবেন 'নাগিন' তারকা।
advertisement
7/8
গোটা দেশজুড়ে ক্রমশ থাবা চওড়া হচ্ছে করোনার। হু হু করে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। এই পরিস্থিতিতে বিয়ের আমন্ত্রিতদের তালিকায় কিছুটা কাটছাঁট করতে হচ্ছে অভিনেত্রীকে।
advertisement
8/8
তবে শোনা যাচ্ছে, করণ জোহর, একতা কাপুর, অশিকা গোরাদিয়া-সহ একঝাঁক বলি তারকা আমন্ত্রিতের তালিকায় রয়েছেন। বিয়ের আসরে অংশ নেওয়ার ক্ষেত্রে আমন্ত্রিতদের মানতে হবে কড়া কোভিডবিধিও। প্রত্যেককে অবশ্যই সঙ্গে রাখতে হবে জোড়া টিকাকরণের সার্টিফিকেট।