রঙিন পোশাকে শরীরী বিভঙ্গ! নতুন ফোটোশ্যুটে হট লুকে মৌনী রায়
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Mouni Roy : বিয়ের পরে যেন সৌন্দর্য দ্বিগুণ হয়ে গিয়েছে। বিয়ের ছোঁয়া এখনও তাঁর অঙ্গে জড়িয়ে আছে।
advertisement
1/10

মৌনী রায় যে বলিউডের নতুন ফ্যাশনিস্তা তা বলাই বাহুল্য। ফের একটি ফোটোশ্যুটে নজর কাড়লেন অভিনেত্রী।
advertisement
2/10
বিয়ের পরে যেন সৌন্দর্য দ্বিগুণ হয়ে গিয়েছে। বিয়ের ছোঁয়া এখনও তাঁর অঙ্গে জড়িয়ে আছে।
advertisement
3/10
লম্বা হলুদ রঙের গাউনে স্নিগ্ধ লুক মৌনী রায়ের।
advertisement
4/10
গোধূলি আলো ছুঁয়ে যাচ্ছে মৌনীর শরীর।
advertisement
5/10
গ্রীষ্মের জন্য আদর্শ পোশাক। সাদা ফ্রিল দেওয়া পোশাক বেছে নিয়েছেন মৌনী।
advertisement
6/10
গায়ের সঙ্গে লেগে আছে ফ্লোরাল প্রিন্ডেট শর্ট ড্রেস।
advertisement
7/10
প্রকৃতির কাছাকাছি। ফ্রিল দেওয়া পোশাকে একলা যাপনে ব্যস্ত মৌনী।
advertisement
8/10
এই পোশাকে স্পষ্ট মৌনীর আওয়ারগ্লাস ফিগার।
advertisement
9/10
হাই স্লিট দেওয়া সবুজ পোশাকে সমুদ্রে ধারে মৌনী। সৌন্দর্যের ঝড় উঠেছে নেটদুনিয়ায়।
advertisement
10/10
উপচে পড়া যৌবন মৌনীর। ফ্লোরাল ড্রেসে গ্ল্যামারাস লুক অভিনেত্রীর।