Mouni Roy: গোলাপি ব্রালেটে চুঁইয়ে পড়ছে লাস্য! মৌনীর ছবিতে কী লিখলেন তাঁর স্বামী, অবাক সবাই
- Published by:Sanchari Kar
Last Updated:
Mouni Roy: ২০২২ সালের জানুয়ারিতে বিয়ে করেন সুরজ এবং মৌনী। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর চার হাত এক হয় তাঁদের।
advertisement
1/8

কাজ হোক বা সাজপোশাক। শিরোনামে কী ভাবে থাকতে হয়, সেই বিদ্যা ভালই রপ্ত করেছেন বঙ্গতনয়া মৌনী রায়। আরও একবার সে কথাই প্রমাণ করলেন তিনি।
advertisement
2/8
রবিবার উষ্ণতার পারদ চড়়ালেন মৌনী। স্নানপোশাকে লেন্সবন্দি হয়ে সেই ছবি নেটমাধ্যমে ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।
advertisement
3/8
গোলাপি ব্রালেটে নজর কাড়লেন মৌনী। অভিনেত্রীর কোমরে স্বচ্ছ সাদা রঙের ওড়না। খোলা চুল, হালকা মেকআপ, সব মিলিয়ে অনুরাগীদের হৃদস্পন্দন বাড়িয়ে তুললেন বঙ্গতনয়া।
advertisement
4/8
মৌনীকে দেখে মুগ্ধ তাঁর স্বামী সুরজ নাম্বিয়ার। স্ত্রীর পোস্টের কমেন্ট বক্সে তিনি লেখেন, 'তোমার স্বামী নিশ্চয়ই খুব ভাগ্যবান।'
advertisement
5/8
২০২২ সালের জানুয়ারিতে বিয়ে করেন সুরজ এবং মৌনী। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর চার হাত এক হয় তাঁদের।
advertisement
6/8
সুরজ পেশায় একজন উদ্যোগপতি। কাজের জন্য অনেকটা সময়ই দেশের বাইরে কাটাতে হয় তাঁকে। ব্যস্ত রুটিনে ফাঁক পেলেই একে অপরের সঙ্গে সময় কাটান তাঁরা।
advertisement
7/8
মৌনীকে শেষ দেখা যায় 'ব্রহ্মাস্ত্র' ছবিতে। জুনুন-এর চরিত্রে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন বঙ্গতনয়া।
advertisement
8/8
মৌনীর হাতে একাধিক ছবির প্রস্তাব। আপাতত একটি হরর-কমেডির জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।