কালো পোশাকে লাস্য উপচে পড়ছে, বাঙালি কন্যা মৌনীর 'ব্ল্যাক বিউটি' অবতার ভাইরাল
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
হালে খোদ রণবীর সিং-ও তারিফ করেন মৌনীর
advertisement
1/8

কালো অফ-শোল্ডার সিক্যুইন কাজ করা গাউনে লাস্যময়ী বঙ্গললনা মৌনী রায়
advertisement
2/8
২০০৭-এ জনপ্রিয় ধারাবাহিক ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’তে অভিনয়ে হাতেখড়ি মৌনীর
advertisement
3/8
২০০৪-এ ‘রান’ এবং ২০১৬-তে ‘তুম বিন টু’-তে স্পেশাল অ্যাপিয়ারেন্সে দেখা গিয়েছিল মৌনীকে। অক্ষয় কুমারের ‘গোল্ড’-এ প্রথম নায়িকা হিসেবে অভিনয় করেন তিনি।
advertisement
4/8
বিগ বস সিজন টেন-এও গিয়েছিলেন মৌনী। সেখানেও বেশ নজর কেড়েছিলেন সলমনের।
advertisement
5/8
মৌনীর জন্ম কোচবিহারে। ক্লাস টুয়েলভ পর্যন্ত সেখানেই পড়াশোনা করেছেন তিনি। পরে দিল্লি চলে যান। সেখান থেকে মুম্বই গিয়ে অভিনয়ের জগতে প্রবেশ করেন।
advertisement
6/8
গতবছর ২৭ জানুয়ারি বিয়ে করেন সুরজ এবং মৌনী। মালয়ালী এবং বাঙালি রীতি মেনে নতুন অধ্যায় শুরু করেন তাঁরা। মধুচন্দ্রিমার জন্য উড়ে গিয়েছিলেন কাশ্মীরে। সেখান থেকে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নানা ছবি, ভিডিও।
advertisement
7/8
মধুচমন্দ্রিমায় কাশ্মীরে হাড়-কাঁপানো ঠাণ্ডায় মৌনী পরেছিলেন কালো মোনোকিনি
advertisement
8/8
হালে খোদ রণবীর সিং-ও তারিফ করেন মৌনীর