TRENDING:

Mouni Roy Hospitalized : হাসপাতালের শয্যায় মৌনী রায়! ৯ দিন টানা হাতে স্য়ালাইন, কী হয়েছিল বলিউডের বঙ্গসুন্দরীর

Last Updated:
Mouni Roy Hospitalized : হাসপাতাল শয্যায় মৌনীকে দেখে দুশ্চিন্তায় তাঁর ভক্তরা। কী হয়েছিল কোচবিহারের কন্যের। পোস্টে সমস্ত তথ্য দিলেও তাঁর অসুস্থতার কারণ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন মৌনী।
advertisement
1/6
হাসপাতালের শয্যায় মৌনী! ৯ দিন টানা হাতে স্য়ালাইন, কী হয়েছিল বলিউডের বঙ্গসুন্দরীর
অসুস্থ বলিউডের বঙ্গসুন্দরী। হাসপাতালে ভর্তি ছিলেন মৌনী রায়। বাড়ি ফিরে গত ৯ দিনের খবর দিলেন নায়িকা-নৃত্যশিল্পী।
advertisement
2/6
হাসপাতাল শয্যায় মৌনীকে দেখে দুশ্চিন্তায় তাঁর ভক্তরা। কী হয়েছিল কোচবিহারের কন্যের। পোস্টে সমস্ত তথ্য দিলেও তাঁর অসুস্থতার কারণ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন মৌনী।
advertisement
3/6
১০টি ছবি পোস্ট করেছেন মৌনী। তার প্রথমটিতে দেখা যাচ্ছে মৌনীর পাশে গাড়িতে বসে তাঁর স্বামী ব্যবসায়ী সূরজ নাম্বিয়ার। পোস্টে স্বামীর প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসা জানিয়েছেন নায়িকা। লিখলেন, ‘তোমার তুলনা হয় না। চিরকৃতজ্ঞ আমি।‘
advertisement
4/6
এছাড়া বাকিগুলিতে ৯ দিনের ধারাবিবরণী দিলেন ছবির মাধ্যমে। তাঁর বন্ধুরা ও পরিবার যে তাঁর পাশে ছিলেন, সে প্রমাণ মিলল ছবিতেই। কোথাও কারও হাত ধরে নায়িকা, কখনও লুডো খেলে সময় কাটালেন, কখনও আবার বই পড়ে।
advertisement
5/6
বাড়ি ফিরে পোষ্যদের আদর করা আর ঘরের ফেরার আনন্দ উপভোগ করা। এছাড়া মৌনীর ছবিতেই মালুম হল, তাঁর হাতে চ্যানেল করে তাতে ক্যানুলা ঢোকানো হয়েছিল। স্যালাইনের উপরেই ছিলেন নায়িকা।
advertisement
6/6
কী হয়েছিল তাঁর? সে প্রশ্নের উত্তর না মিললেও নায়িকার আরোগ্য কামনায় ব্যস্ত হলেন তারকা থেকে সাধারণ মানুষেরা। ম্রুণাল ঠাকুর, সোফি চৌধুরি, দিশা পারমর, শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে শুরু আরও কত সেলিব্রিটিরা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Mouni Roy Hospitalized : হাসপাতালের শয্যায় মৌনী রায়! ৯ দিন টানা হাতে স্য়ালাইন, কী হয়েছিল বলিউডের বঙ্গসুন্দরীর
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল