TRENDING:

'স্বদেশীনি বিদেশিনী'! এক সঙ্গে জুটি বাঁধলেন মৌবনি ও রূপসা ! বহু বছর পর দুই বন্ধুর দেখা ! তারপর?

Last Updated:
মৌবনি সরকার ও রূপসা গুহর বন্ধুত্বের গল্প বলতে আসছেন ইন্দিরা ধর মুখোপাধ্যায় !
advertisement
1/5
'স্বদেশীনি বিদেশিনী'! এক সঙ্গে জুটি বাঁধলেন মৌবনি ও রূপসা ! জমজমাট শ্যুটিং
ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের দ্যা গ্রিন উইন্ডো, সোচ, মুলাকাত-এর পর এবার বাংলায় প্রথম কাজ "স্বদেশীনি বিদেশিনী"। কলকাতার বনেদি বাড়িতেই হয়েছে এই স্বল্প দৈর্ঘ্যের কমেডি ছবির শ্যুটিং।
advertisement
2/5
ছবিটি মূলত দুই বন্ধুকে কেন্দ্র করে। একজন ভীষণ ঘরোয়া আর একজন বিদেশ ফেরত মর্ডান একটি মেয়ে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রুপসা গুহ। রুপসা এই ছবিতে গৃহবধূর চরিত্রে অভিনয় করছেন। যার কাছে সংসারটাই একমাত্র পৃথিবী।
advertisement
3/5
অন্য আর একটি চরিত্রে দেখা যাবে মৌবনি সরকারকে। মৌবনির চরিত্র সম্পূর্ণ বিপরীত, ভীষণ আধুনিক চিন্তা-ভাবনা, জীবনযাত্রা। মৌবনি এবং রূপসার বহুবছর পর দেখা হয়। সেখান থেকেই গল্পের শুরু।
advertisement
4/5
এছাড়াও ছবিতে রূপসার ছেলের চরিত্রে ডেবিউ হল ছোট্ট কবীরের। ছবিতে অভিনয় করেছেন জয় ব্যানার্জি, শর্মিলা সেন ও সুমন সেন। ছবির মিউজিকের দায়িত্ব আছেন শমীক গুহ রায়। ছবিটি ওটিটি প্লাটফর্মে রিলিজ করবে।
advertisement
5/5
পরিচালক জানিয়েছেন, "হিন্দিতে ফিচার এবং সর্ট ফিল্ম বানানোর পর বাংলায় কাজ করার ভীষণ ইচ্ছে ছিল। স্বদেশীনি বিদেশিনী দিয়ে ইচ্ছে পূরন হল। তবে খুব শীঘ্রই আমার ফিচার ফিল্মের স্যুট শুরু হতে চলেছে। আমি ভীষণ খুশি কাজটা করে। কারণ কমেডি ফিল্ম বানানো ভীষণ শক্ত।মুলাকাত দাদা-সাহেব ফালকে পুরস্কার পেয়েছে। সোচের জন্য সর্ট ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ডিরেক্টার পেয়েছি। আশা করছি আগামী দিনেও ভাল কাজ করে যেতে পারবো।"
বাংলা খবর/ছবি/বিনোদন/
'স্বদেশীনি বিদেশিনী'! এক সঙ্গে জুটি বাঁধলেন মৌবনি ও রূপসা ! বহু বছর পর দুই বন্ধুর দেখা ! তারপর?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল