TRENDING:

খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে মিলেছে 'পাত্র'...! বিয়ের পিঁড়িতে এবার জাদুকর পিসি সরকার কন্যা মৌবনী, কী করেন পাত্র? আইবুড়ো ভাতের মেনু কী?

Last Updated:
Moubani Sorcal Wedding: বিয়ের মরশুম শুরু হতেই সুখবর! এবার ছাদনাতলায় জাদুকর পিসি সরকারের কন্যা মৌবনি সরকার। জোরকদমে চলছে বিয়ের প্রস্তুতি। আইবুড়ো ভাত দিয়ে শুরু, শেষ হবে পিসি সরকারের ম্যাজিক দিয়ে! কিন্তু পাত্রটি কে? সেই নিয়েই তোলপাড়!
advertisement
1/8
খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে মিলেছে 'পাত্র', বিয়ের পিঁড়িতে এবার জাদুকর পিসি সরকার কন্যা মৌবনী
বিয়ের মরশুম শুরু হতেই সুখবর! এবার ছাদনাতলায় জাদুকর পিসি সরকারের কন্যা মৌবনি সরকার। জোরকদমে চলছে বিয়ের প্রস্তুতি। আইবুড়ো ভাত দিয়ে শুরু, শেষ হবে পিসি সরকারের ম্যাজিক দিয়ে! কিন্তু পাত্রটি কে? সেই নিয়েই তোলপাড়!
advertisement
2/8
পত্রিকায় তিন মেয়ের বিয়ের বিজ্ঞাপন দিয়েছিলেন জাদু সম্রাট পিসি সরকার। সবার আগে পাত্র পাওয়া গিয়েছে মেজো মেয়ে মৌবনির জন্য।
advertisement
3/8
আগামী ৩০ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মৌবনি। পাত্র চন্দননগরের সৌম্য রায়। শনিবার সরকার বাড়িতে আইবুড়ো ভাত হল মৌবনির। তিন মেয়ের একসঙ্গে বিজ্ঞাপন দিলেও এক মেয়েই আপাতত বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।
advertisement
4/8
এ বিষয়ে বাবা পিসি সরকারের বক্তব্য, তিনি এবং তাঁর স্ত্রী জয়শ্রী সরকার মেয়েদের জন্য পাত্রদের তালিকা বাছাই করে দিয়েছেন। মৌবনি নিজের বেটার হাফকে বেছে নিয়েছেন। বাকি দুজন এখনও বাছাই করে উঠতে পারেননি।
advertisement
5/8
দীর্ঘাঙ্গী মেয়ে মুমতাজের আবার হাইটের বিষয় রয়েছে। তাই পাত্র পছন্দ করা ঠিক ততটা সহজ হচ্ছে না। আপাতত তাই মৌবনীই বাঁধা পড়ছেন সাত পাকে।
advertisement
6/8
তবে মেয়ে এবার অন্য বাড়ি চলে যাবে, তাই পিসি সরকারের চোখে জল। তবে তিনি জাত ম্যাজিশিয়ান তাই মেয়ের বিয়ের পর স্ত্রী জয়শ্রীকে আবার বিয়ে করে সকলকে নতুন ম্যাজিক দেখাবেন বলেই জানালেন জাদুকর।
advertisement
7/8
আর মেয়ের কাছ থেকে প্রত্যাশা যত দ্রুত তারা ২ থেকে ৩ হবেন। সব নিয়ে হাসি ঠাট্টায় ইতিমধ্যেই জমজমাট পিসি সরকারের বাড়িতে মৌবনির বিয়ের প্রস্তুতি।
advertisement
8/8
শনিবার আইবুড়ো ভাতের দিন মেনু ছিল আপাদমস্তক বাঙালি খাবার দিয়ে সাজানো। তালিকায় ছিল চিরলকালীন ট্রাডিশনাল খাবারের ছড়াছড়ি। ভাত, সোনা মুগ ডাল, পাঁচ রকমের ভাজা, মাছের মুড়ো, দই কাতলা, মুরগির মাংস, আমের চাটনি, পাপড়, পায়েস, নলেন গুড়ের সন্দেশ।
বাংলা খবর/ছবি/বিনোদন/
খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে মিলেছে 'পাত্র'...! বিয়ের পিঁড়িতে এবার জাদুকর পিসি সরকার কন্যা মৌবনী, কী করেন পাত্র? আইবুড়ো ভাতের মেনু কী?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল