Moon Moon Sen- Bharat Dev Varma: ডেট করতে এসেই...! বান্ধবীর প্রেমিকই হয় স্বামী, কী ঘটেছিল সেই রাতে? মুনমুন-ভরতের রঙিন প্রেম চমকে দেবে
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Moon Moon Sen-Bharat Dev Varma: মহানায়িকার মেয়ে ও রাজপরিবারের ছেলের প্রেমটাও যেন সিনেমার চিত্রনাট্যের মতো৷ ৪৬ বছর আগে কীভাবে ভরতের সঙ্গে আলাপ হয়েছিল মুনমুনের, জানলে অবাক হবেন৷
advertisement
1/6

আচমকাই বড়সড় অঘটন নেমে এল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মুনমুন সেনের জীবনে৷ মঙ্গলবার সাতসকালেই ফের মন খারাপের খবর৷ টলিপাড়ায় ফের শোকের ছায়া৷ স্বামীহারা হলেন টলিউড নায়িকা মুনমুন সেন ৷ ৭০ বছর বয়সে প্রয়াত হলেন মুনমুন সেনের স্বামী ভরত দেব বর্মা৷ স্বামীকে হারিয়ে শোকের কাতর অভিনেত্রী৷
advertisement
2/6
১৯৭৮ সালের ২৪ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মুনমুন সেন ও ভরত দেব বর্মা৷ কেরিয়ার তখন মধ্যগগণে, কোনও তারকাকে নয় বরং ত্রিপুরার রাজ পরিবারের ছেলে ভরত দেব বর্মাকে বিয়ে করেছিলেন নায়িকা৷ নিজে দাঁড়িয়ে মেয়েকে ভরতের হাতে তুলে দিয়েছিলেন মহানায়িকা সুচিত্রা সেন৷ দীর্ঘদিনের দাম্পত্যে মুনমুনকে একা রেখেই না ফেরার দেশে পাড়ি দিলেন ভরত৷
advertisement
3/6
৪৬ বছর আগে কীভাবে ভরতের সঙ্গে আলাপ হয়েছিল মুনমুনের, জানলে অবাক হবেন৷ তাঁদের প্রেমটাও যেন সিনেমার চিত্রনাট্যের মতো৷ মহানায়িকার মেয়ে ও রাজপরিবারের ছেলের প্রেমকাহিনি ছিল চোখে পড়ার মতো৷
advertisement
4/6
মুনমুন সেন এক সাক্ষাৎকারে নিজেই তাঁর প্রেমের কাহিনি তুলে ধরেছিলেন৷ অভিনেত্রী জানান,এক বিয়ে বাড়িতে গিয়ে ভরতের সঙ্গে দেখা হয় মুনমুনের৷ আমার এক বান্ধবী নাসরিন আলি, সে সময় মিস ক্যালকাটা হয়েছিল৷ নাসরিনের সঙ্গে ডেট করতেই কলকাতায় আসেন ভরত৷
advertisement
5/6
মুনমুন আরও জানান, যেদিন ভরতের সঙ্গে প্রথম দেখা হয়েছিল সেদিন বাড়ি ফেরার প্রচন্ড তাড়াহুড়ো ছিল৷ তখন নাসরিনকে বলেছিলাম কীভাবে বাড়ি ফিরব? সাতটা বেজে গেল মা খুব বকাবকি করত৷ তখনই ভারত আমায় বাড়ি পৌঁছে দেয়৷ যদিও তখন কোনও প্রেম হয়নি৷ সেই ঘটনার আরও পাঁচ বছর পর প্রেম হয় মুনমুন ও ভরতের৷ অভিনেত্রী জানান, স্বামী ভরতকে প্রথম দেখাতেই ভাল লেগেছিল তাঁর৷ শেষে মহানায়িকার মেয়ের গলাতেই মালাটা পড়ান রাজপরিবারের ছেলে ভরত৷
advertisement
6/6
উল্লেখ্য, মঙ্গলবার সকালে শরীরে অস্বস্তি শুরু হয়৷ তড়িঘড়ি করে ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে খবর দিয়ে অ্যাম্বুলেন্স আসার আগেই সব শেষ৷ পিতৃহারা হলেন মুনমুনের দুই মেয়ে রিয়া ও রাইমা সেন৷ বাবাকে হারিয়ে শোকে পাথর দুই কন্যা৷ স্বামীর মৃত্যুর সময়ে পাশে থাকতে পারলেন না মুনমুন সেন৷ ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছলেন অভিনেত্রী মুনমুন সেন। মুনমুন সেন এবং রাইমা সেন দিল্লির থেকে ফিরে তাদের বালিগঞ্জ সার্কুলার রোডের ফ্ল্যাটে এসেছেন। এরপর পারিবারিক সিদ্ধান্ত নিয়ে ভারত দেব বর্মার শেষকৃত্য সম্পন্ন হবে।