TRENDING:

মা লক্ষ্মীর জন্য সোনার মুকুট, দীপান্বিতা অমাবস্যায় বাড়িতে ধনদেবীর আরাধনায় অভিনেত্রী মনামী

Last Updated:
Monami Ghosh Lakshmi Puja : রঙ্গোলি ও  প্রদীপ জ্বালিয়ে তাঁর লেক গার্ডেন্সের  বাড়ি সুন্দরভাবে সাজান। এ বছরও তার অন্যথা হয়নি, অমাবস্যা যেহেতু মঙ্গলবারও  রয়েছে সেহেতু মঙ্গলবার সাতসকালে সমস্ত জোগাড়যন্ত্র করে লক্ষ্মীপূজো সারলেন তিনি।
advertisement
1/5
মা লক্ষ্মীকে সোনার মুকুট, দীপান্বিতা অমাবস্যায় বাড়িতে ধনদেবীর আরাধনায় মনামী
প্রতিবছরের মত এবারও অমাবস্যার বিশেষ তিথিতে অলক্ষ্মীকে বিদায় জানিয়ে ঘরে লক্ষ্মীর আহ্বান জানালেন অভিনেত্রী মনামি ঘোষ। এই দিনটিতে তিনি পুরো বাড়িতে নিজের হাতে আলপনা দেন। রঙ্গোলি ও  প্রদীপ জ্বালিয়ে তাঁর লেক গার্ডেন্সের  বাড়ি সুন্দরভাবে সাজান। এ বছরও তার অন্যথা হয়নি, অমাবস্যা যেহেতু মঙ্গলবারও  রয়েছে সেহেতু মঙ্গলবার সাতসকালে সমস্ত জোগাড়যন্ত্র করে লক্ষ্মীপূজো সারলেন তিনি। (প্রতিবেদন : মানস বসাক)
advertisement
2/5
তবে পুজোর সমস্ত কাজে তাঁকে সাহায্য করেন মা। এ বছর মনামি মা লক্ষ্মীকে সোনার মুকুট দিয়েছেন। বলেন ‘‘ অনেক দিনের ইচ্ছে ছিল লক্ষ্মীকে  মুকুট দিয়ে সাজাবে। এ বছর সেই ইচ্ছে পূর্ণ হয়েছে। ’’ ইন্টারনেট দেখে বিভিন্ন ডিজাইন বাছাই করে অর্ডার দিয়ে ধনদেবীর জন্য এই মুকুট তৈরি করিয়েছেন তিনি। পুজোর পাশাপাশি মনামির বাড়িতে এই বিশেষ দিনে থাকে খাওয়াদাওয়া ও ভোগের বিপুল আয়োজন।
advertisement
3/5
ভোগপ্রসাদের বিশেষ খিচুড়ি ,পাঁচমিশালি সবজি, পাঁচ রকম ভাজা, চাটনি  ও পায়েস এগুলো তো রয়েইছে। তার পাশাপাশি অতিথিদের খাবারের জন্য আলাদা করে বিশেষ আয়োজন করা হয়। এ বছর সেই মেনুতে রয়েছে খিচুড়ি, বেগুন ভাজা, লাবরা ,বাটার পনির, ফুলকপির রোস্ট , জলপাইয়ের চাটনি, পাপড়  ও মিষ্টি। আর মনামির প্রিয় গন্ধরাজ লেবুর ঘোল।
advertisement
4/5
দিনের বেলা পুজো সেরে বিকেলবেলা সমস্ত অতিথিদের আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়েন মনামি। ইন্ডাস্ট্রির বহু শিল্পী ও  বন্ধুবান্ধব সকলে আসেন  তাঁর বাড়িতে । জমিয়ে খাওয়াদাওয়া এবং তার সঙ্গে থাকে দেদার আড্ডা।
advertisement
5/5
উৎসবের মরশুমে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে তাই সম্প্রতি মনামি জিম জয়েন করেছেন। যদিও তিনি সবসময় নাচের অনুশীলন করেন৷ সেটাই তার ফিটনেসের মূল মন্ত্র। তবে মাঝেমধ্যে অভিনয় ও অন্যান্য ব্যস্ততার জন্য নাচের অভ্যাস কিছুটা অনিয়মিত হয়ে পড়ে। তাই মনামি জিম করছেন এবং ওয়ার্ক আউট উপভোগ করছেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
মা লক্ষ্মীর জন্য সোনার মুকুট, দীপান্বিতা অমাবস্যায় বাড়িতে ধনদেবীর আরাধনায় অভিনেত্রী মনামী
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল