Ileana D Cruz: 'মিরর সেলফি'-তে এ কী দেখালেন ইলিয়ানা! দেখে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Ileana D Cruz: সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় ফের বেবি বাম্পের ছবি শেয়ার করলেন বলি নায়িকা৷ মিরর সেলফিতে বেবি বাম্প উন্মুক্ত করে ছবিতে পোজ দিয়েছেন নায়িকা৷ হবু মা-কে দেখে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা৷
advertisement
1/6

বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজকে নিয়ে দিনদিন চর্চা বেড়েই চলেছে৷ এই মুহূর্তে প্রথম সন্তানের অপেক্ষায় দিন গুনছেন অভিনেত্রী৷ প্রেগন্যান্সির প্রতিটা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করছেন নায়িকা৷ হবু মাকে দেখতেও মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
advertisement
2/6
কিছুদিনের মধ্যেই মা হতে চলেছেন বলি অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। আর কিছুদিন পরেই কোল আলো করে আসতে চলেছে সন্তান৷ মাদারহুড চুটিয়ে এনজয় করছেন নায়িকা৷
advertisement
3/6
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় ফের বেবি বাম্পের ছবি শেয়ার করলেন বলি নায়িকা৷ মিরর সেলফিতে বেবি বাম্প উন্মুক্ত করে ছবিতে পোজ দিয়েছেন নায়িকা৷ হবু মা-কে দেখে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা৷
advertisement
4/6
চোখেমুখে স্পষ্ট ফুটে উঠেছে মাতৃত্বের আভা৷ নিজের বেবিবাম্পের ছবি শেয়ার করে নায়িকা ক্যাপশনে লিখেছেন 'ইটস অল অ্যাবাউট' এবং পরের টিতে লিখেছেন -'অ্যাঙ্গেল'৷ হবু মায়ের এই ছবিতে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা৷
advertisement
5/6
মাতৃত্বের সুখবর শেয়ার করলেও নিজের রিলেশনশিপ স্টেটাস নিয়ে কিছুই জানাননি অভিনেত্রী। 'অবিবাহিত' নায়িকার মা হওয়ার খবরে চমকে গিয়েছেন অনেকেই। মাতৃত্বের স্বাদ ভরপুর নিচ্ছেন ইলিয়ানা। এর মধ্যেই পিতৃপরিচয় নিয়ে কটাক্ষের মুখে পড়েছেন নায়িকা৷
advertisement
6/6
তবে কি ক্যাটরিনার ভাই সেবাস্তিয়ানই ইলিয়ানার সন্তানের বাবা? এমনটাই শোনা যাচ্ছে কানাঘুষোতে৷ তবে প্রকাশ্যে সন্তানের বাবার নাম এখনই আনতে চাইছেন না অভিনেত্রী৷