Poonam Pandey: পুনমের নয়, তাঁর মায়ের ক্যানসার-যুদ্ধ নজির গড়েছে, মেয়েকে নিয়ে রুটি বিক্রি রোগীর!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Poonam Pandey Death: পুনম আজ সকালে যখন জীবিত থাকার বার্তা দেন, তাঁর বক্তব্যের মূলে ছিল ক্যানসারের প্রতি আরও সচেতন হতে হবে সকলকে। আর সেই ভিডিওতেই তিনি নিজের মায়ের ক্যানসার-যুদ্ধ নিয়ে কথা বলেন।
advertisement
1/10

একদিনের জন্য শিউরে উঠেছিল দেশ। যাঁর জন্য চোখের জল ফেলছিলেন, আজ তাঁর উপরই ক্ষুব্ধ ভক্ত থেকে তারকারা। চারদিকে নিন্দার ঝড়। তিনি হলেন মডেল পুনম পাণ্ডে।
advertisement
2/10
গতকাল সকালে হঠাৎ খবর ছড়ানো হয়েছিল সার্ভাইকাল ক্যানসার বা জরায়ুমুখের ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। ৩২ বছরের তারকার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ।
advertisement
3/10
২৪ ঘণ্টা পেরতেই আচমকা জীবিত অবস্থায় ভিডিও করেন ‘মৃত’ পুনম। পুনম পান্ডের মৃত্যু সংক্রান্ত সব খবর সম্পূর্ণ ভুয়ো। পুনমের ইনস্টাগ্রাম পোস্টের ভিত্তিতে এই খবর করা হয়েছিল।
advertisement
4/10
এই খবরের কোনও দায় নিউজ ১৮ বাংলার নয়। নিজেই এই খবর রটিয়েছিলেন পুনম, পরে জানিয়েছেন এটি সার্ভাইকাল ক্যানসারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য।
advertisement
5/10
পুনম আজ সকালে যখন জীবিত থাকার বার্তা দেন, তাঁর বক্তব্যের মূলে ছিল ক্যানসারের প্রতি আরও সচেতন হতে হবে সকলকে। আর সেই ভিডিওতেই তিনি নিজের মায়ের ক্যানসার-যুদ্ধ নিয়ে কথা বলেন।
advertisement
6/10
পুনম বলেন, ‘‘আমার মায়ের ক্যানসার হয়েছিল। খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলাম, তা বড়ই কঠিন। আমি এটা দেখে খুশি যে, গতকাল থেকে আমি যা যা পড়ছি, সবই সার্ভাইকাল ক্যানসার সংক্রান্ত।’’
advertisement
7/10
‘লক আপ’ রিয়্যালিটি শো-এ পুনম তাঁর সংগ্রামের গল্প বর্ণনা করেছিলেন। যা বলতে গিয়ে তিনি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।
advertisement
8/10
তিনি বলেছিলেন যে কঙ্গনা রানাউতের শো ‘লক আপ’-এ তিনি যে কাজটি করছেন তা দেখে নিজের শৈশবের কথা মনে পড়ে গিয়েছে।
advertisement
9/10
পুনম বলেছিলেন যে তাঁর মায়ের যখন ক্যানসার হয়েছিল, তখন স্কুলের ফি মেটানো তাঁর পক্ষে খুব কঠিন হয়ে গিয়েছিল। ফি দিতে না পারার কারণে তাঁকে ঘণ্টার পর ঘণ্টা স্কুলের মেঝেতে বসে থাকতে হয়েছিল।
advertisement
10/10
রাগ করে পুনম তাঁর মাকে জিজ্ঞাসা করতেন, কেন তিনি স্কুলের ফি পরিশোধ করেননি। সকালে ঘুম থেকে ওঠার পর রুটি তৈরি করে মায়ের সঙ্গে বিক্রি করতেন পুনম। তা দিয়েই দু’বেলা খাবার জুটত তাঁদের।