TRENDING:

Mithun Chakraborty: খোশমেজাজে মিঠুন, তড়িঘড়ি ফিরলেন শ্যুটিংয়ে, চেনা ছন্দে 'মহাগুরু'কে পেয়ে বড় স্বস্তি ইউনিটের!

Last Updated:
Mithun Chakraborty: যেমন কথা ঠিক তেমন কাজ৷ কথা রেখেই ১৯ তারিখ সকালেই 'শাস্ত্রী' ছবির শ্যুটিংয়ে ফিরলেন অভিনেতা মিঠুন৷
advertisement
1/6
খোশমেজাজে মিঠুন, তড়িঘড়ি ফিরলেন শ্যুটিংয়ে, 'মহাগুরু'কে পেয়ে স্বস্তি ইউনিটের!
মিঠুন চক্রবর্তীর অসুস্থতার খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তাঁর সমস্ত ভক্তরা৷ সকলেই তাঁর জন্য দ্রুত সুস্থতা প্রার্থনা করেছিল৷ সকলের প্রার্থনায় তিনি সুস্থ হয়েও বাড়িও ফিরেছেন৷
advertisement
2/6
গত ১০ ফেব্রুয়ারি 'শাস্ত্রী' ছবির শ্যুটিংয়ে যাওয়ার আগেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন মিঠুন চক্রবর্তী৷ তড়িঘড়ি করে সকাল ৯.৪০ মিনিটে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মিঠুন চক্রবর্তীকে৷
advertisement
3/6
অভিনেতা মিঠুনের ডান হাত ও ডান পা-সহ পুরো ডানদিকেই দুর্বলতা ছিল৷ হাসপাতালে নিয়ে আসার পর ব্রেনের এম আর আই করার পর দেখা যায় ইস্কেমিক কার্ডিওভাসকুলার স্ট্রোক হয়েছে অভিনেতার৷ তিনজন চিকিৎসকের দলের পর্যবেক্ষণ ছিলেন অভিনেতা৷ নিউরো মেডিসিন, হৃদরোগ বিশেষজ্ঞ, গ্যস্ট্রোএন্টারোলজিস্ট দেখেছিলেন মিঠুন চক্রবর্তীকে৷
advertisement
4/6
ব্রেন স্ট্রোক হওয়ার পর দ্রুত অভিনেতাকে হাসপাতালে নিয়ে আসায় চিকিৎসকরা প্রয়োজনীয় ওষুধ দেওয়ায় তাড়াতাড়ি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন মিঠুন চক্রবর্তী৷ হাসপাতাল থেকে ছাড়া পেয়েই শ্যুটিংয়ে ফিরতে চাইছিলেন অভিনেতা৷ তবে চিকিৎসকেরা বিশ্রামে এবং চাপমুক্ত থাকার পরামর্শ দিয়েছিলেন অভিনেতাকে সেইমতো চিকিৎসকদের কথা মেনে ফের চেনা ছন্দে ধরা দিলেন মহাগুরু৷
advertisement
5/6
১৯ তারিখ থেকে শ্যুটিং শুরু করবেন বলে আগেই জানিয়েছিলেন মিঠুন। হাসপাতালে থাকার জন্য দুটো দিন নষ্ট হয়ে গেল, এই আক্ষেপও শোনা গেছে তাঁর মুখে৷ তবে যেমন কথা ঠিক তেমন কাজ৷ কথা রেখেই ১৯ তারিখ সকালেই 'শাস্ত্রী' ছবির শ্যুটিংয়ে ফিরলেন অভিনেতা মিঠুন৷
advertisement
6/6
সোমবার সকালেই শ্যুটিং ফ্লোরে খোশমেজাজে ধরা দেন মহাগুরু৷ পুরনো চেনা ছন্দে মহাগুরুকে পেয়ে ইউনিটের সকলেই ভীষণ খুশি৷ আপাতত চিকিৎসকের পরামর্শ মেনে বিশ্রাম নিয়েই শ্যুটিং চালিয়ে যাচ্ছেন অভিনেতা৷ জানা গেছে, ১ মার্চ পর্যন্ত চলবে ছবির শ্যুটিং৷ চলতি বছরের দুর্গাপুজোর সময়েই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সোহম চক্রবর্তী প্রযোজিত ছবি 'শাস্ত্রী'৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Mithun Chakraborty: খোশমেজাজে মিঠুন, তড়িঘড়ি ফিরলেন শ্যুটিংয়ে, চেনা ছন্দে 'মহাগুরু'কে পেয়ে বড় স্বস্তি ইউনিটের!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল