TRENDING:

Mithu Mukherjee: ঢলঢল নিটোল মুখ..., চোখে 'বিদ্যুৎ' চাউনি! অকালে হারিয়ে গেলেন Superhit ছবির নায়িকা মিঠু মুখোপাধ্যায়

Last Updated:
Mithu Mukherjee: কেরিয়ারের মধ্যগগনেই হারিয়ে গিয়েছিলেন এই নায়িকা? কোথায় এখন তিনি? সেদিনের সেই ঢলঢল মুখের নায়িকাকে আজ দেখলে কিন্তু চেনাই কঠিন...
advertisement
1/9
ঢলঢল নিটোল মুখ..., চোখে 'বিদ্যুৎ' চাউনি! অকালে হারিয়ে গেলেন Superhit ছবির নায়িকা
বাংলার এক সময়ের হিট নায়িকা মিঠু মুখোপাধ্যায়৷ আজ কোনও চরিত্রে তাঁকে আর দেখা যায় না। মর্জিনা আবদুল্লা সিনেমায় মর্জিনা চরিত্রে তাঁর অভিনয় হোক বা মৌচাক ছবিতে তাঁর সেই 'বেশ করেছি প্রেম করেছি গান' কোনও দিনই ভুলতে পারবেন না বাংলার দর্শক৷ ঠিক যেন পাশের বাড়ির মিষ্টি মেয়েটি, এমনই ইমেজ ছিল মিঠু মুখোপাধ্যায়ের৷
advertisement
2/9
‘বেশ করেছি প্রেম করেছি, করবই তো’! এক মিষ্টি মেয়ে ছাদে ঘুরে ঘুরে গাইছেন। আর তরুণ রঞ্জিত মল্লিক জানলা দিয়ে মুগ্ধ হয়ে দেখছেন। সিনেপ্রেমী বাঙালির কাছে অত্যন্ত পরিচিত এক দৃশ্য। কিংবা হাতে ঝাঁটা নিয়ে নেচে নেচে ‘মার ঝাড়ু মার ঝাড়ু’। কালজয়ী এই সব সিনেমার সঙ্গেই জড়িয়ে রয়েছে একটি নাম, মিঠু মুখোপাধ্যায়।
advertisement
3/9
সব চরিত্রেই অভিনয় ঢেলে দেওয়া এক অসাধারণ নায়িকা হিসেবেই বাংলা ছবি পেয়েছিল এই অভিনেত্রীকে। কিন্তু কেরিয়ারের মধ্যগগনেই হারিয়ে গিয়েছিলেন এই নায়িকা? কোথায় এখন তিনি? সেদিনের সেই ঢলঢল মুখের নায়িকাকে আজ দেখলে কিন্তু চেনাই কঠিন!
advertisement
4/9
কেরিয়ার জীবনে মহিলা কেন্দ্রিক বহু ছবিতে নিজের অভিনয়ের দাপট দেখিয়েছিলেন মিঠু মুখোপাধ্যায়৷ স্বয়মসিদ্ধা ছবিতে তিনি অভিনয় করেছিলেন এক মানসিক ভারসাম্যহীনের স্ত্রী হিসেবে৷ এছাড়াও ছিল দু’জনে, প্রার্থনা, ফাদার ছবিতে তার অভিনয় ছিল নজর কাড়া৷
advertisement
5/9
শুধুমাত্র বাংলা ছবি নয়৷ হিন্দি ছবিতে দেখা গিয়েছে মিঠু মুখোপাধ্যায়কে৷ বাসু চট্টোপাধ্যায়ের ছবি দিল্লাগি, সাফেদ ঝুট বা খান দোস্ত ছবিতে দারুণ সাড়া ফেলছিলেন মিঠু৷ কিন্তু তারপরেই কোথায় হারিয়ে গেলেন বাঙালির ম্যাটিনি ক্রাশ?
advertisement
6/9
বাঙালি লালিত্বে ভরপুর সুন্দর মুখশ্রী আর সাবলীল অভিনয়ের জন্য দর্শকদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন মিঠু মুখোপাধ্যায়। মৌচাক থেকে শুরু করে মর্জিনা আবদল্লা, স্বয়ংসিদ্ধা, নিশি কন্যার মতো ক্লাসিক ছবিতে অভিনয় করে মন জয় করেছিলেন সবার। 
advertisement
7/9
কিন্তু যে হারে তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন, ততটা কিন্তু পর্দায় দেখা যায়নি মিঠু মুখোপাধ্যায়কে। মাত্র কয়েকটি ছবিতে অভিনয় করেই যেন হারিয়ে যান তিনি। এত সুন্দরী একজন অভিনেত্রী, একই সঙ্গে প্রতিভাবান। যতদিন অভিনয় করেছেন ততদিন থেকেছেন প্রথম সারিতে। পেশাগত জীবনে মাত্র হাতে গোনা ছবি, যদিও আশ্চর্যজনকভাবে প্রতিটাই হিট। তবুও হারিয়ে গেলেন কেন মিঠু মুখোপাধ্যায়? দর্শকরা কেন বঞ্চিত হলেন তাঁর অভিনয় থেকে?
advertisement
8/9
শোনা যায়, বলিউডে গিয়েই ভুলটা করেছিলেন মিঠু মুখোপাধ্যায়। পরপর ছবি করেছিলেন ঠিকই, কিন্তু বাংলা ছবির মতো গুরুত্ব সেখানে পাননি তিনি। যতদিনে সেটা বুঝতে পারেন, ততদিনে বাংলা ইন্ডাস্ট্রিতেও তাঁর জায়গা হারিয়ে যায়। মিঠু মুখোপাধ্যায়কে শেষ বার পর্দায় দেখা গিয়েছে ‘আশ্রিতা’ ছবিতে। অদ্ভূত ভাবে কেরিয়ারের শেষ ছবিতেও নিজের প্রতিভার ছটা দেখিয়ে মুগ্ধ করেছেন এই অভিনেত্রী।
advertisement
9/9
শোনা যায়, এখন মুম্বইতেই থাকেন মিঠু মুখোপাধ্যায়। তবে লাইমলাইট থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও ভাইরাল হয়েছিল যা অভিনেত্রীর এখনকার ছবি বলেই দাবি করা হয়েছিল। তবে সিনেপ্রেমীদের চোখে এখনও তাঁর সেই লাবণ্যে ভরা চিরযৌবনা ছবিই জ্বলজ্বল করছে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Mithu Mukherjee: ঢলঢল নিটোল মুখ..., চোখে 'বিদ্যুৎ' চাউনি! অকালে হারিয়ে গেলেন Superhit ছবির নায়িকা মিঠু মুখোপাধ্যায়
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল