ছোট্ট দুই সদস্যের আগমন সৃজিত-মিথিলার জীবনে ! ছবি শেয়ার করে আবেগে ভাসলেন মিথিলা !
- Published by:Piya Banerjee
Last Updated:
বিয়ের পর এটাই মিথিলার প্রথম দুর্গাপুজো। ছোট্ট সদস্যদের ছবি শেয়ার করলেন তিনি।
advertisement
1/5

সৃজিত মুখোপাধ্যায়। টলিউডের সব থেকে জনপ্রিয় পরিচালক তিনি। সৃজিতের পরিচালিত ছবি মানেই বাজারে হট কেক। তাঁর পরিচালনার জাদুতে মাতাল গোটা দেশ। গত বছর অর্থাৎ ২০১৯-এর ডিসেম্বরে সৃজিত বিয়ে করেন বাংলাদেশের মিথিলাকে।photo source collected
advertisement
2/5
তারপর দু-তিন মাস যেতে না যেতেই দেশে এসে পড়ে করোনা ভাইরাস। সেই ভাইরাসের আক্রমণে কাবু হয়ে পড়ে মানুষ। সকলকে ঘরে আটকা পড়ে যেতে হয়। বন্ধ হয়ে যায় সব বাস, ট্রেন, বিমান। শুরু হয় লকডাউন। ঠিক লকডাউনের আগেই বাংলাদেশ কয়েকদিনের জন্য গিয়েছিলেন মিথিলা। photo source collected
advertisement
3/5
ব্যস, সেখানেই মেয়েকে নিয়ে আটকে থাকতে গোটা লকডাউন। প্রেম ভালোবাসা আবদার সব কিছু প্রকাশ করা যেত একমাত্র ভিডিও কল ও সোশ্যাল মিডিয়াতেই। এর পর লকডাউন হালকা হতেই মেয়েকে সঙ্গে নিয়ে সোজা কলকাতায় চলে আসেন মিথিলা।photo source collected
advertisement
4/5
বিয়ের পর এটাই তাঁর প্রথম দুর্গাপুজো। অথচ এই পুজোতেই বাইরে বেরোনো বারণ। বাড়িতে থেকেই মায়ের পুজোয় সকলে মন থেকে অংশ নেবেন। তাই মন ভালো করতে ছোট্ট দুই পোষ্যকে নিয়ে এলেন তাঁরা ঘরে। photo source collected
advertisement
5/5
মিষ্টি দুটি কচ্ছপ ছানা নিয়ে এলেন সৃজিত-মিথিলা। তাঁদের ছোট্ট মেয়ের জন্যই এই ছানাদের এনেছেন। মিথিলা ট্যুইটারে কচ্ছপের ছবি শেয়ার করে লেখেন, " আমাদের পরিবারের নতুন সদস্যদের সঙ্গে আলাপ করুন। হ্যারি এবং হার্মোনি।" photo source collected