TRENDING:

Adrit Roy-Kaushambi Chakraborty: সকাল সকাল ফ্যানেদের সারপ্রাইজ কৌশাম্বি-আদৃতের, গলায় মলা, মাথায় মুকুট, সামনে এল বহু প্রতিক্ষীত ছবি

Last Updated:
Bengali Serial: কৌশাম্বি-আদৃতের গলায় রজনীগন্ধার মালা, কৌশাম্বির মাথায় মুকুট৷ একসঙ্গে দু’জনে ছবি দিলেন ইনস্টাগ্রামে৷ হাসিমুখে পাত্র-পাত্রী৷ সকালেই ফ্যানদের চমকে দিলেন এই দুই তারকা৷
advertisement
1/7
সকাল সকাল ফ্যানেদের সারপ্রাইজ কৌশাম্বি-আদৃতের, গলায় মলা, মাথায় মুকুট!
মিঠাইয়ের উচ্ছেবাবু বিয়ের পিঁড়িতে৷ আদৃত রায়কে নিয়ে ফ্যানদের মধ্যে বিশাল ক্রেজ৷ সেই আদৃত এবার বিয়ে করছেন৷ পাত্রীও মিঠাই সিরিয়ালের দিদিয়া, কৌশাম্বি চক্রবর্তী৷ আর আজ, সোমবার সকাল সকাল এল সেই বহু প্রতিক্ষীত ছবি৷
advertisement
2/7
কৌশাম্বি-আদৃতের গলায় রজনীগন্ধার মালা, কৌশাম্বির মাথায় মুকুট৷ একসঙ্গে দু’জনে ছবি দিলেন ইনস্টাগ্রামে৷ হাসিমুখে পাত্র-পাত্রী৷ সকালেই ফ্যানদের চমকে দিলেন এই দুই তারকা৷
advertisement
3/7
টেলিপাড়ার দুই জনপ্রিয় অভিনেতা কৌশাম্বি-আদৃতের বিয়ে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে৷ ‘মিঠাই’-এর সময় থেকেই আদৃত রায় এবং কৌশাম্বি চক্রবর্তীর প্রেম নিয়ে জোর চর্চা। সিরিয়াল চলাকালীনই সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। এবার তাঁদের বিয়ে৷
advertisement
4/7
ফ্যানেরা ভেবেছিলেন মিঠাই-উচ্ছেবাবুর জোড়ি বাস্তবেও টিকে যাবে৷ অর্থাৎ সৌমিতৃষা ও আদৃতের সম্পর্ক নিয়ে বেশ আশাবাদী ছিলেন মিঠাইয়ের ভক্তরা৷ কিন্তু সেই সম্পর্ক তৈরি হয়নি৷ উল্টে কৌশাম্বি ও আদৃতের প্রেম হয় এবং এবার বিয়ে৷
advertisement
5/7
‘মিঠাই’ ধারাবাহিকে আদৃতের দিদির চরিত্রে দেখা গিয়েছিল কৌশাম্বিকে। সেখান থেকেই আলাপ দু’জনের। তারপর নাকি বন্ধুত্ব বাড়তে থাকে। পরিশেষে প্রেম এবং বিয়ে৷
advertisement
6/7
৯ মে তাঁদের বিয়ে এবং ১১ মে তাঁদের রিসেপশান৷ ঘর বসতে চলেছে এই দুই অভিনেতার৷ তার আগে আইবুড়ো ভাতের পর্ব চলছে৷ ফুলকির সেটে ঘটা করে হল কৌশাম্বির আইবুড়ো ভাত৷
advertisement
7/7
এর আগে আরও একবার আদৃতের বিয়ে ঠিক হয়েছিল। ২০২২ সালের নভেম্বর-ডিসেম্বর নাগাদ প্রাক্তন প্রেমিকা সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে বিয়ের কথা হয়েছিল।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Adrit Roy-Kaushambi Chakraborty: সকাল সকাল ফ্যানেদের সারপ্রাইজ কৌশাম্বি-আদৃতের, গলায় মলা, মাথায় মুকুট, সামনে এল বহু প্রতিক্ষীত ছবি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল