TRENDING:

Soumitrisha at Adrit-Kaushambi Wedding: কৌশাম্বির গলায় মালা দিলেন আদৃত, এদিকে উচ্ছেবাবুর বিয়ে দেখতে এল না মিঠাই, মোদকদের ফ্যামিলি ফোটোতে সৌমিতৃষা কোথায়!

Last Updated:
Soumitrisha at Adrit-Kaushambi Wedding: বিয়েতে বিশেষ আকর্ষণ ‘মিঠাই’ ধারাবাহিকের মোদক পরিবারের উপস্থিতি। সিরিয়ালের শিল্পীরা সহকর্মীর বিয়েতে সেজেগুজে হাজির হয়েছিলেন আনন্দ মুহূর্তে সামিল হতে। কিন্তু সেখানে একমাত্র উপস্থিত ছিলেন না একজন।
advertisement
1/10
কৌশাম্বির গলায় মালা দিলেন আদৃত, উচ্ছেবাবুর বিয়েতে গরহাজির মিঠাই, মিসিং সৌমিতৃষা!
বাংলার টেলিপাড়া পেল নতুন তারকাদম্পতি। আদৃত রায় এবং কৌশাম্বি চক্রবর্তী। রীতিনীতি মেনে ধুমধাম করে বিয়ে সারলেন জুটিতে। বৃহস্পতিবার গভীর রাতে বিয়ের পিঁড়িতে বসতে দেখা যায় যুগলকে।
advertisement
2/10
‘মিঠাই’ ধারাবাহিকের সময় থেকেই আদৃত-কৌশাম্বির প্রেম নিয়ে জোর চর্চা চলে। সিরিয়াল চলাকালীনই সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। কিন্তু বিয়ের দিনক্ষণ প্রকাশ্যে আসার আগে পর্যন্ত কেউই নিজেদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে কথা বলতে চাননি।
advertisement
3/10
এর আগে আরও একবার আদৃতের বিয়ে ঠিক হয়েছিল। ২০২২ সালের শেষের দিকে প্রাক্তন প্রেমিকা সুপ্রিয়া মণ্ডলকে বিয়ে করবেন বলে পাকা কথাও হয়ে গিয়েছিল।
advertisement
4/10
কিন্তু সে বিয়ে হয়নি। প্রেমও টেকেনি। পরবর্তীতে ধারাবাহিকের সহকর্মী, পর্দায় তাঁর ‘দিদিয়া’কেই মন দিয়ে বসেন উচ্ছেবাবু। এমনই জল্পনা নিয়ে বেশ কয়েক বছর ধরে শোরগোল টেলিপাড়ায়।
advertisement
5/10
সেই জল্পনায় শিলমোহর দিয়ে বিয়ের প্রস্তুতির ছবি-ভিডিও সব পোস্ট করেছেন কৌশাম্বি। বিয়ের দিনেও টেলিপাড়ার তারকাদের সমাগম ঘটতে দেখা গিয়েছে আদৃত-কৌশাম্বির বিয়েতে।
advertisement
6/10
সেখানে বিশেষ আকর্ষণ ‘মিঠাই’ ধারাবাহিকের মোদক পরিবারের উপস্থিতি। সিরিয়ালের শিল্পীরা সহকর্মীর বিয়েতে সেজেগুজে হাজির হয়েছিলেন আনন্দ মুহূর্তে সামিল হতে। কিন্তু সেখানে একমাত্র উপস্থিত ছিলেন না একজন। স্বয়ং মিঠাই। অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু।
advertisement
7/10
‘মিঠাই’-এর নায়ক-নায়িকা আদৃত এবং সৌমিতৃষার সম্পর্কের জটিলতা নিয়ে অনেকদিন ধরেই ফিসফাস শোনা যায়। টেলিপাড়ার খবর ছিল, পর্দায় তাঁদের রসায়ন নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল, কিন্তু ক্যামেরা বন্ধ হতেই নাকি ধরা পড়ত জটিলতা।
advertisement
8/10
শোনা যায়, দীর্ঘ দিন ‘মিঠাই’-এর নায়ক-নায়িকার কথাবার্তা বন্ধ। এমনকি চলতি বছর পয়লা বৈশাখে আদৃত রায়, কৌশিক চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, স্বাগতা বসু, বিশ্বাবসু বিশ্বাস, লোপামুদ্রা সিনহা, অর্পিতা, তন্বী লাহা রায়, সৌরভ চট্টোপাধ্যায়, ফাহিম মির্জাদের উদযাপন করতে দেখা গিয়েছিল।
advertisement
9/10
ছবির ক্যাপশনে ‘আমরা’ লিখে নিজের ফেসবুকে সেই ছবি শেয়ার করেছিলেন আদৃত। বাদ শুধু মিঠাই। আদৃত-কৌশাম্বির সঙ্গে সৌমিতৃষার দূরত্বের গুঞ্জন আগেই ছিল। কিন্তু বিয়ের দিনে মোদক পরিবারের মুখ্য চরিত্রের অনুপস্থিতি ফের সকলকে ভাবিয়ে তুলল।
advertisement
10/10
তবে কি এই গুঞ্জনই সঠিক? নাকি আগামী ১১ তারিখ তাঁদের বিয়ের রিসেপশনের দিন হাজির হবেন নায়িকা? মিঠাই-উচ্ছেবাবুর ভক্তদের মনে এখন কেবল একটিই আশা, হয়তো আবার এক ফ্রেমে দুই সহকর্মী এবং দুই বন্ধুকে আবার দেখা যাবে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Soumitrisha at Adrit-Kaushambi Wedding: কৌশাম্বির গলায় মালা দিলেন আদৃত, এদিকে উচ্ছেবাবুর বিয়ে দেখতে এল না মিঠাই, মোদকদের ফ্যামিলি ফোটোতে সৌমিতৃষা কোথায়!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল