প্রেম করছেন মিঠাই? আদৃত-কৌশাম্বীর বিয়ের মাঝেই নতুন খবর দিলেন সৌমিতৃষা! মনের মানুষও 'বড় হিরো'
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
আজ্ঞে না। সৌমিতৃষা বেশ ফিল্মি। তাঁর মনের মানুষও পর্দার হিরো। ইনস্টাগ্রামে তিনি ভাগ করে নিলেন যব উই মেট সিনেমার একটি সিন।
advertisement
1/11

আর মাত্র কদিন। তার পরেই বাজবে বিয়ের সানাই! বাঁধা পড়বেন আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তী।
advertisement
2/11
‘মিঠাই’ ধারাবাহিকে আদৃতের দিদির চরিত্রে দেখা গিয়েছিল কৌশাম্বিকে। সেখান থেকেই আলাপ দু’জনের। তারপর নাকি বন্ধুত্ব, পরিশেষে প্রেম।
advertisement
3/11
আগামী ৯ই মে বিয়ে করছেন আদৃত-কৌশাম্বি। ১১ই মে বসবে রিসেপশনের আসর। জুটির বিয়ের কার্ড সামনে আসতেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে।
advertisement
4/11
এর আগে আরও একবার আদৃতের বিয়ে ঠিক হয়েছিল। ২০২২ সালের নভেম্বর-ডিসেম্বর নাগাদ প্রাক্তন প্রেমিকা সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে বিয়ের কথা হয়েছিল।
advertisement
5/11
সে সব ভুলে নতুন করে পথ চলা শুরু করেছেন আদৃত-কৌশাম্বী। আর তাতে যে ভক্তেরা যারপরনাই খুশি সে আর বলার অপেক্ষা রাখে না।
advertisement
6/11
আদৃত-কৌশাম্বির সঙ্গে সৌমিতৃষার দূরত্বের খবর কারও অজানা নয়। মিঠাই শেষ হওয়ার আগে থেকেই দূরত্ব তৈরি হয়েছিল নায়ক-নায়িকার।
advertisement
7/11
পয়লা বৈশাখে আদৃতের বাড়িতে বসেছিল আসর। সেখানে দেখা মিলল কৌশিক চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, স্বাগতা বসু, লোপামুদ্রা সিনহা, অর্পিতা, তন্বী লাহা রায়, সৌরভ চট্টোপাধ্যায়, বিশ্বাবসু বিশ্বাস, ফাহিম মির্জাদের। ‘আমরা’ লিখে নিজের ফেসবুকে সেই ছবি শেয়ার করেছেন আদৃত। বাদ শুধু মিঠাই নিজেই।
advertisement
8/11
তবে সম্প্রতি একটা খবরে উত্তাল টলিউড। মিঠাই নাকি প্রেম করছেন। কিন্তু সঙ্গী কে?
advertisement
9/11
আজ্ঞে না। সৌমিতৃষা বেশ ফিল্মি। তাঁর মনের মানুষও পর্দার হিরো। ইনস্টাগ্রামে তিনি ভাগ করে নিলেন যব উই মেট সিনেমার একটি সিন।
advertisement
10/11
করিনার ভিডিয়োর সঙ্গে লেখা ‘আমি ননস্টপ কথা বলি’। আর শাহিদের সঙ্গে লেখা, ‘সমস্ত মনযোগ দিয়ে আমার মনযোগ দিয়ে আমার কথা শোনে ও’। এই ভিডিয়োটি শেয়ার করে সৌমিতৃষা লিখেছেন, ‘একদম সত্যি’। আর একটি লাল হার্টের ইমোজি।
advertisement
11/11
করিনার ভিডিয়োর সঙ্গে লেখা ‘আমি ননস্টপ কথা বলি’। আর শাহিদের সঙ্গে লেখা, ‘সমস্ত মনযোগ দিয়ে আমার মনযোগ দিয়ে আমার কথা শোনে ও’। এই ভিডিয়োটি শেয়ার করে সৌমিতৃষা লিখেছেন, ‘একদম সত্যি’। আর একটি লাল হার্টের ইমোজি।