Mira Rajput:পরিবারের সঙ্গে দেদার মজা করে ছুটি কাটাচ্ছেন শাহিদ-পত্নী মীরা, দেখুন অ্যালবাম
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
মীরা একবার জানান, কলেজের এক বান্ধবী তাঁরই স্বামীর প্রতি দুর্বল ছিলেন। মীরার সঙ্গে সেই নিয়ে কথাও বলেছিলেন তিনি।
advertisement
1/8

সাদা শর্ট স্কার্ট, কালো টিউব টপ-এর সঙ্গে টিম-আপ করা হকুদ শ্রাগ... নেটদুনিয়ায় উষ্ণতার পারদ চড়ালেন শাহিদ কাপুর ঘরণী মীরা রাজপুত
advertisement
2/8
তিনি অভিনয় জগতে আসেননি, কিন্তু তাই বলে অনুরাগীর সংখ্যা কিছু কম নয় শাহিদ-পত্নী মীরা রাজপুতের। নেটমাধ্যমে বরাবরই ‘হিট’ তিনি। আপাতত পরিবারের সঙ্গে দেদার ফূর্তি করে ছুটি কাটাচ্ছেন মীরা
advertisement
3/8
ইংরেজি ভাষার স্নাতকস্তরের ছাত্রী দিল্লির মীরা রাজপুত। একটি ধর্মানুষ্ঠানে মীরাকে দেখেই তাঁর প্রেমে পড়েন শাহিদ কাপুর
advertisement
4/8
২০১৫ সালে সম্বন্ধ করে বিয়ে হয়েছে শাহিদ কাপুর এবং মীরা রাজপুতের
advertisement
5/8
সুদূর গ্রিসে বসছিল তাঁদের এলাহি বিবাহবাসর
advertisement
6/8
এখন দুই সন্তানের অভিভাবক শাহিদ-মীরা
advertisement
7/8
নতুন ছবি ‘জার্সি’-তেও অভিনেত্রী ম্রুনাল ঠাকুরের সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন শাহিদ, এরপরই একটি শোয়ে এসে শাহিদ জানান, ''মীরা চায় না যে আমার ছবিতে কোনও নায়িকা থাকুক বা আমি কোনও মহিলার সঙ্গে একটি দৃশ্যেও অভিনয় করি।”
advertisement
8/8
মীরা একবার জানান, কলেজের এক বান্ধবী তাঁরই স্বামীর প্রতি দুর্বল ছিলেন। মীরার সঙ্গে সেই নিয়ে কথাও বলেছিলেন তিনি।