Mimi Chakraborty: আচমকা অসুস্থ মিমি! অবস্থা কতটা গুরুতর? হঠাৎ কী হল নায়িকার, উদ্বিগ্ন ভক্তরা
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Mimi Chakraborty: আচমকাই গুরুতর অসুস্থ মিমি চক্রবর্তী৷ শারীরিক সমস্যায় ভুগছেন নায়িকা৷ কিন্তু হঠাৎ কী হল নায়িকার, তা জানতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷
advertisement
1/5

আচমকাই গুরুতর অসুস্থ মিমি চক্রবর্তী৷ শারীরিক সমস্যায় ভুগছেন নায়িকা৷ কিন্তু হঠাৎ কী হল নায়িকার, তা জানতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷
advertisement
2/5
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নায়িকা৷ সেখানেই নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন নায়িকা৷ মিমির শরীর খারাপের খবর শুনেই চিন্তিত হয়ে পড়েছেন ভক্তরা৷
advertisement
3/5
অভিনেত্রীর ইনস্টা স্টোরিতে দেখা যাচ্ছে, 'কাইরোপ্র্যাকটিক' চিকিৎসার রেজিস্ট্রেশন ফর্ম? যেখানে চিকিৎসার জন্য রোগী হিসেবে রেজিস্ট্রেশন ফর্ম ফিলাপ করেছেন মিমি চক্রবর্তী৷ কিন্তু কী এই চিকিৎসা? এই 'কাইরোপ্র্যাকটিক' থেরাপি খুব অল্প সময়ের মধ্যে রোগ নিরাময় করতে সাহায্য করে৷
advertisement
4/5
স্নায়ুতন্ত্রের ব্যথা এবং পেশির স্কেলিটাল সিস্টেমের অস্ত্রোপচার বিহীন একটা চিকিৎসা পদ্ধতি হল 'কাইরোপ্র্যাকটিক'৷ এই থেরাপিটি মূলত মেরুদন্ড, ঘাড়, হাড়, জয়েন্ট এবং শরীরের বিভিন্ন পেশি সম্পর্কিত সমস্যাগুলির চিকিৎসার জন্য করা হয়৷ মিমির পোস্ট দেখেও অনুমান করা হচ্ছে, অভিনেত্রীরও এই ধরনের কোনও সমস্যা হয়েছে৷ সেই কারণে তিনিও এই থেরাপি নিচ্ছেন৷
advertisement
5/5
আপাতত রাজনীতি থেকে দূরে রয়েছেন মিমি চক্রবর্তী৷ এবং অভিনয়েই এখন সম্পূর্ণ মনোনিবেশ করতে চান বলে জানিয়েছেন মিমি৷ জানা যাচ্ছে, অভিনেত্রী মিমি এই মুহূর্তে কোনও বিজ্ঞাপনের শ্যুটিংয়ের দুবাইতে রয়েছেন৷