TRENDING:

Mimi Chakraborty Birthday: প্রেমের শহরে জন্মদিন পালন, ‘মিমি ইন প্যারিস’-এর ছবি, ভিডিও নিয়ে হইচই নেটপাড়ায়!

Last Updated:
Mimi Chakraborty in Paris: কালো টপ আর গোলাপি রঙের প্যান্টের উপর নানা রঙের উলের পুলওভারে সারা শহর মাতিয়ে রেখেছেন মিমি। আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে প্রেমের জয়গান গেয়েছেন সাংসদ-অভিনেত্রী।
advertisement
1/6
প্রেমের শহরে জন্মদিন পালন, ‘মিমি ইন প্যারিস’-এর ছবি, ভিডিও নিয়ে হইচই নেটপাড়ায়!
জন্মদিনের মাস বলে কথা। নিজেকে উপহার দেওয়ার থেকে মন ভাল করা আর কী হতে পারে। মিমি চক্রবর্তীও তাই করলেন। জন্মদিনে নিজেকে উপহার দিলেন ভালবাসার শহর।
advertisement
2/6
প্রেমের মাসে জন্মদিন। তাই ভ্যালেন্টাইনস ডে আসার আগেই পাড়ি দিলেন প্যারিসে। ভালবাসার শহরে টলিউড নায়িকা। ৩৪-এ পা দিলেন মিমি। শুভেচ্ছায় উপচে পড়েছে তাঁর সোশ্যাল মিডিয়ার পেজ।
advertisement
3/6
কালো টপ আর গোলাপি রঙের প্যান্টের উপর নানা রঙের উলের পুলওভারে সারা শহর মাতিয়ে রেখেছেন মিমি। আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে প্রেমের জয়গান গেয়েছেন সাংসদ-অভিনেত্রী।
advertisement
4/6
তাঁর ছবি ও ভিডিও দেখে অনেকেই মিল পেয়েছেন নেটফ্লিক্সের সিরিজ 'এমিলি ইন প্যারিস'-এর সঙ্গে। আর তাই তারকা-বন্ধুরা মন্তব্য বাক্সে এমিলির প্যারিস সফরের সঙ্গে মিমির প্যারিস সফরের তুলনা করেছেন। অভিনেত্রী দামিনী বেনি বসু লিখেছেন, 'মিমিলি ইন প্যারিস'।
advertisement
5/6
বাংলার এমিলি মিমি কোনও সিরিজের জন্য নয়, নিজেকে উপহার দেওয়ার জন্যই প্রেমের শহর ভ্রমণে বেরিয়েছেন। ভিডিওর সঙ্গে লিখেছেন, 'জন্মদিন উপলক্ষে', কোথাও আবার ফরাসি ভাষায় লেখা, 'বনজর'। ফরাসি ভাষায় এই শব্দটি বলে একে অপরকে অভিবাদন জানানো হয়।
advertisement
6/6
ফ্রান্স বা প্যারিসের অন্যতম বৈশিষ্ট্য খাওয়া দাওয়া। কেবল আইফেল টাওয়ার দেখে ক্ষান্ত থাকেননি অভিনেত্রী। ফরাসি খাবার খেয়ে ডায়েট ভুলেছেন তিনি। আর তার ছবিও দিয়েছেন মিমি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Mimi Chakraborty Birthday: প্রেমের শহরে জন্মদিন পালন, ‘মিমি ইন প্যারিস’-এর ছবি, ভিডিও নিয়ে হইচই নেটপাড়ায়!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল