কখনও মাস্ক পরিয়ে দিচ্ছেন বাবাকে ! কখনও কালো শাড়িতে মোহময়ী ! মিমির পুজো জমজমাট
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
শুভ সপ্তমীতে মিমি কালো শাড়িতে ধরা দিলেন । অপরূপ সুন্দর লাগছে তাঁকে।
advertisement
1/5

মিমি চক্রবর্তী। টলিউডের নামকরা অভিনেত্রী তো বটেই সেই সঙ্গে তিনি একজন দক্ষ সাংসদ। শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো। এই সময় 'ড্রাকুলা স্যার'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে গিয়েছিলেন তিনি। সেখানে বাবা অরুণ চক্রবর্তীকে মাস্ক পরিয়ে দিতে দেখা গেল তাঁকে। করোনার জন্যই সব সময় সতর্ক থাকছেন তিনি। এই ছবি মানুষের মধ্যে সচেতনাতাও বাড়াবে। photo source Instagram
advertisement
2/5
মিমি চক্রবর্তী ইনস্টাগ্রামেও বেশ অ্যাক্টিভ। মাঝে মধ্যেই নিজের ছবি, নতুন ছবির খবর তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। photo source Instagram
advertisement
3/5
শুভ সপ্তমীতে মিমি কালো শাড়িতে ধরা দিলেন। অপরূপ সুন্দর লাগছে তাঁকে।
advertisement
4/5
ফ্যানেদের কাছে জানতে চাইলেন, কি করলে তোমরা আজ অর্থাৎ সপ্তমীতে? বহু মানুষ কমেন্ট করেছেন তাঁর এই পোস্টে। photo source Instagram
advertisement
5/5
আবার কখনও তাঁকে দেখা গেল পুজোর সাজে সেজে সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানাতে। photo source Instagram