Meyebela: টিকল না মৌ-ডোডোদার সংসার! শেষ 'মেয়েবেলা'র গল্প, অন্তিম সম্প্রচার কবে?
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
অবশেষে টিআরপি তালিকায় সেরা দশে থাকা সত্ত্বেও বন্ধ হচ্ছে 'মেয়েবেলা'। ইন্ড্রাস্টি সূত্রে খবর গত ১৪ জুন মেগার শেষ পর্বের শ্যুটিং হয়ে গিয়েছে। খুব শীঘ্রই শেষ হবে ধারাবাহিকের সম্প্রচার।
advertisement
1/7

কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল, 'মেয়েবেলা' বন্ধ হয়ে যাবে। রূপা গঙ্গোপাধ্যায় এই মেগা থেকে সরে যাওয়ার পর থেকেই কমতে শুরু করে টিআরপি। কিন্তু তার শর্তেও বরাবরই সেরা দশে থেকেছে এই মেগা।
advertisement
2/7
কিন্তু একটি ভিডিওতে ধারাবাহিকের নায়িকা ‘মৌ’ ওরফে স্বীকৃতি মজুমদার সেই গুঞ্জন নস্যাৎ করে দিয়েছিলেন। তিনি জানান, ধারাবাহিক শেষ হচ্ছে না। তার পরিবর্তিত স্লটের পরিবর্তন করা হয়। সেইমতো বদলে গিয়েছে ধারাবাহিকের সম্প্রচারের সময়।
advertisement
3/7
অবশেষে টিআরপি তালিকায় সেরা দশে থাকা সত্ত্বেও বন্ধ হচ্ছে 'মেয়েবেলা'। ইন্ড্রাস্টি সূত্রে খবর গত ১৪ জুন মেগার শেষ পর্বের শ্যুটিং হয়ে গিয়েছে। খুব শীঘ্রই শেষ হবে ধারাবাহিকের সম্প্রচার।
advertisement
4/7
জানা গিয়েছে আগামী চলতি মাসের ২২ অথবা ২৩ তারিখ হতে পারে শেষ সম্প্রচার। মাত্র ৫ মাসের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক। কিন্তু টিআরপি তালিকায় সেরা দশে থাকা সত্ত্বেও কেন বন্ধ হয়ে যাচ্ছে?
advertisement
5/7
কয়েকমাস আগে রূপার পরিবর্তে অভিনেত্রী অনুশ্রী দাস 'বীথি মাসি'র চরিত্রে অভিনয় শুরু করেছিলেন। তার পর থেকেই শুরু বিতর্ক। কেন রাতারাতি মুখ্য চরিত্র বদলানো হল?
advertisement
6/7
রূপা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছিলেন, মেগা শুরুর দিকে যে রকম বলা হয়েছিল, তার সঙ্গে মিল ছিল না সিরিয়ালের পরবর্তী গল্পের। সেই বিতর্কের পর থেকেই টিআরপি কমতে থাকে মেগার।
advertisement
7/7
বর্তমানে ধারাবাহিকের মুখ্য চরিত্র মৌ ও ডোডোর মধ্যে চলছে মান-অভিমানের পালা। অভিমান মিটে গিয়ে মৌ-ডোডোর মিল দিয়েই শেষ হবে 'মেয়েবেলা' এমনটাই আশা করা যায়।