Tollywood News: ছোট পর্দা থেকে গায়েব! নতুন অধ্যায় শুরু করলেম 'মেম বউ' বিনীতা! কাকে বিয়ে করলেন নায়িকা
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Tollywood News: গতে বাঁধা জাঁকজমক নয়, বরং কিছুটা আলাদা ভাবেই নতুন জীবনে পা রাখলেন বিনীতা। বৃন্দাবনে ধর্মীয় স্থানে বিয়ে করলেন তাঁরা।
advertisement
1/5

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন 'মেম বউ' খ্যাত বিনীতা চট্টোপাধ্যায়। দীর্ঘ দিনের প্রেমিক বিশালকে বিয়ে করলেন তিনি।
advertisement
2/5
গতে বাঁধা জাঁকজমক নয়, বরং কিছুটা আলাদা ভাবেই নতুন জীবনে পা রাখলেন বিনীতা। বৃন্দাবনে ধর্মীয় স্থানে বিয়ে করলেন তাঁরা।
advertisement
3/5
সেখানেই যমুনাবক্ষে নৌকায় গায়ে হলুদ সেরেছেন তাঁরা। বিনীতা-বিশালকে ঘিরেছিলেন তাঁদের কাছের মানুষেরা।
advertisement
4/5
২০১৬ সালে স্টার জলসায় মেম বউ ধারাবাহিক দিয়ে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল বিনীতার। সেই ধারাবাহিক জনপ্রিয় হলেও আর অভিনয় করেননি তিনি।
advertisement
5/5
জানা গিয়েছে, বছর শেষে নভেম্বরে ফের সাতপাকে বাঁধা পড়বেন বিনীতা-বিশাল। অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।