প্রয়াত অভিনেতা চিরঞ্জীবীর সন্তানের মা হলেন মেঘনা! ১০ লাখের রুপোর দোলনায় বাড়ি এল সদ্যোজাত
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
গত ৭ জুন ম্যাসিভ হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ৩৯ বছরের জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবে সারজার। তখন তাঁর অভিনেত্রী স্ত্রী মেঘনা রাজ চার মাসের গর্ভবতী
advertisement
1/7

• পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী মেঘনা রাজ। বৃহস্পতিবার সকাল ১১.০৭ মিনিটে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভূমিষ্ঠ হয় মেঘনা এবং প্রয়াত অভিনেতা চিরঞ্জীবী সারজার প্রথম সন্তান। ছবি: সংগৃহীত।
advertisement
2/7
• জন্মের পরপরই চিরঞ্জীবী এবং মেঘনার সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। প্রয়াত অভিনেতার ভাই ধ্রুব সারজার কোলে সদ্যোজাতের ছবি এখন তুমুল ভাইরাল। ছবি: সংগৃহীত।
advertisement
3/7
• গত ৭ জুন ম্যাসিভ হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ৩৯ বছরের জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবে সারজার। তখন তাঁর অভিনেত্রী স্ত্রী মেঘনা রাজ চার মাসের গর্ভবতী। ছবি: সংগৃহীত।
advertisement
4/7
• চলতি মাসের প্রথম দিকে সাধ ভক্ষণের অনুষ্ঠান ছিল মেঘনার। সেখানে চিরঞ্জীবের কাটআউট রেখে নিয়েই গোটা অনুষ্ঠান পালন করেছেন মেঘনা। ছবি: সংগৃহীত।
advertisement
5/7
• এ বার খুদে সদস্য পা দিল সারজা পরিবারে । খুশিতে ডগমগ গোটা পরিবার । সাজানো দোলনায় দুলল জুনিয়র । নামকরণ অনুষ্ঠান ঘিরে আনন্দে ভাসলেন সকলেই । দোলনাটি উপহার দিয়েছেন চিরঞ্জীবীর ভাই ধ্রুব সারজা । সম্পূর্ণ রুপোয় তৈরি দোলনাটির দাম ১০ লাখ টাকা । ছবি: সংগৃহীত।
advertisement
6/7
• চিরঞ্জীবী আর মেঘনার আদরের পুত্রের ডাক নাম রাখা হয়েছে চিন্টু । নামকরণ অনুষ্ঠানে গোলাপি সালওয়ার কামিজে মিষ্টি লাগছিল নতুন মা মেঘনাকে । ছবি: সংগৃহীত।
advertisement
7/7
• স্বামীর মৃত্যুর পর এই প্রথম সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন মেঘনা । জানালেন এখন থেকে প্রয়াত স্বামী ও তাঁর স্বপ্ন’কে জীবনের পথে এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর জীবনের একমাত্র লক্ষ্য হবে । ছবি: সংগৃহীত।