দিতিপ্রিয়ার জীবনে নতুন প্রেম! 'রানিমা'র প্রেমিক ফুটবলার, আর লুকোচুরি রইল না
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ditipriya- টেলিভিশনের পর্দায় কামব্যাক করছেন দিতিপ্রিয়া। অনুরাগের ছোঁয়া-র রূপা হিসেবে দর্শক দেখবে তাঁকে। তার ঠিক আগেই রানিমার জীবনে নতুন প্রেমের পরিচয় জানা গেল।
advertisement
1/6

প্রেমে পড়েছেন দিতিপ্রিয়া রায়। এতদিন লুকোছাপা করলেও এবার আর সেসবের বালাই নেই। রানিমা-র প্রেমিক ফুটবলার। খেলেন চেন্নাইন এফসিতে।
advertisement
2/6
টেলিভিশনের পর্দায় কামব্যাক করছেন দিতিপ্রিয়া। অনুরাগের ছোঁয়া-র রূপা হিসেবে দর্শক দেখবে তাঁকে। তার ঠিক আগেই রানিমার জীবনে নতুন প্রেমের পরিচয় জানা গেল।
advertisement
3/6
বিনোদন জগতের কেউ নন তিনি। চেন্নাইয়িন এফসির বাঙালি ফুটবলার শমীক মিত্রর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন দিতিপ্রিয়া।
advertisement
4/6
গোলকিপার শমীক শিলিগুড়ির ছেলে। ২৩ বছর বয়স তাঁর। শমীক ২০২০ সালে ইন্ডিয়ান অ্যারোজ থেকে মেরিনা মাচানসে যোগ দেন। তার পর চেন্নাইয়িন এফসিতে আসেন। ২০২৭ সাল পর্যন্ত এই ফুটবল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ তিনি।
advertisement
5/6
ফুটবলারের সঙ্গে অভিনেত্রীদের প্রেম নতুন কিছু নয়। ফুটবলার প্রবীর দাসের সঙ্গে খুল্লমখুল্লা প্রেম করেন গীতশ্রী রায়। এবার সেই তালিকায় আরেকটি নাম জুড়ল।
advertisement
6/6
রানি রাসমণি’র মুখ্য অভিনেত্রীর প্রেমিক কে? এই নিয়ে জল্পনা ছিল। এর আগে যে ছবিটি তিনি পোস্ট করেছিলেন, তাতে প্রেমিকের মুখ একেবারেই স্পষ্ট ছিল না। নিজের ঘরে জানালার সামনে দাঁড়িয়ে হাত হাত রেখে ছবি তুলেছিল যুগল। চেহারা স্পষ্ট না হলেও এ কথা স্পষ্ট যে, ছবিতে ধোঁয়াশা তৈরি করতেই চেয়েছেন তাঁরা। তবে এবারও কিছুটা জল্পনা জিইয়ে রাখলেন দিতিপ্রিয়া। কারণ এবারও প্রেমিকের ব্যাপারে এখনই কিছু বলতে চান না তিনি।