Television Highest Paid Actress: সলমন, কঙ্গনাদের জোর টক্কর! টিভিতে এপিসোড পিছু কত পারিশ্রমিক এই বাঙালি নায়িকা
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Television Highest Paid Actress: হিনা খান, রাম কাপুর, রণিত রায়ের মতো অভিনেতারাও টেলিভিশনে কাজ করার জন্য প্রচুর টাকা পারিশ্রমিক পান। প্রত্যেক পর্বের জন্য দেড় লক্ষ টাকা করে নিয়ে থাকেন।
advertisement
1/6

সলমন খান, অমিতাভ বচ্চন, কঙ্গনা রানাউত- বড় পর্দার তারকারা যখন টেলিভিশনে কাজ করেছেন, সোনা ফলিয়েছেন। এপিসোড পিছু অবাক করে দেওয়ার পারিশ্রমিক নেন তাঁরা।
advertisement
2/6
শোনা যায়, বড় পর্দার কয়েকজন তারকা প্রত্যেক এপিসোডের জন্য এক লাখ টাকা করে পারিশ্রমিক পান। সলমন খান, অমিতাভ বচ্চনের মতো তারকার কাছে এই অঙ্কও যদিও নস্যি।
advertisement
3/6
জানা যায়, বিগ বসের সাম্প্রতিকতম সিজন সঞ্চালনা করে হাজার কোটি পারিশ্রমিক পেয়েছেন সলমন। এ বিষয়ে যদিও শিলমোহর বসাননি অভিনেতা।
advertisement
4/6
হিনা খান, রাম কাপুর, রণিত রায়ের মতো অভিনেতারাও টেলিভিশনে কাজ করার জন্য প্রচুর টাকা পারিশ্রমিক পান। প্রত্যেক পর্বের জন্য দেড় লক্ষ টাকা করে নিয়ে থাকেন।
advertisement
5/6
তবে এই তারকাদের টেক্কা দিয়েছেন রূপালি গঙ্গোপাধ্যায়। 'অনুপমা'-র হাত ধরে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন বাঙালি অভিনেত্রী। সূত্রের খবর, প্রত্যেক পর্বের জন্য তিনি ৩ মিলিয়ন অর্থাৎ ৩০ লক্ষ টাকা পারিশ্রমিক পান।
advertisement
6/6
'অনুুপমা'র আগে 'সারাভাই ভার্সেস সারাভাই', 'পারবরিশ'-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেন রূপালি।