Guess the Celebrity: ১ মিনিটে ১ কোটি টাকা! আকাশছোঁয়া রেকর্ড পারিশ্রমিক, কুলি থেকে আজ সুপারস্টার তিনি, কে এই অভিনেতা?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Guess the Celebrity: বেঙ্গালুরু শহরে কুলি হিসেবেই নিজের জীবন শুরু করেছিলেন তিনি৷ তারপর কাঠ মিস্ত্রির কাজ, বাসের কনডাক্টর সব কাজই করেছেন তিনি৷ তবে অভিনয়ের প্রতি টান এবং সেখান থেকে তিনি আজ সুপারস্টার ৷
advertisement
1/6

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদাই আগ্রহ রয়েছে ভক্তদের৷ তবে ইতিমধ্যেই সুপারস্টার, মেগাস্টার সব তকমাই তিনি ছিনিয়ে নিয়েছেন৷ তামিলনাডুর প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্বব্যাপী তাঁর ফ্যান৷ তাঁর স্টাইল স্টেটমেন্টও হার মানায় তাবড় তাবড় তারকাদের৷ প্রজন্মের পর প্রজন্ম তিনি সকলের আইকন৷
advertisement
2/6
কর্ণাটকে মারাঠি পরিবারে জন্ম তাঁর৷ বেঙ্গালুরু শহরে কুলি হিসেবেই নিজের জীবন শুরু করেছিলেন তিনি৷ তারপর কাঠ মিস্ত্রির কাজ, বাসের কনডাক্টর সব কাজই করেছেন তিনি৷ তবে অভিনয়ের প্রতি টান এবং সেখান থেকে তিনি আজকের থালাইভা৷ সকলের প্রিয় সুপারস্টার রজনীকান্ত৷
advertisement
3/6
একের পর এক সুপারহিট ছবিতে নিজের বেস্টটাই উজার করে দিয়েছেন রজনীকান্ত৷ 'জেলর' ছবির দুর্দান্ত সাফল্যের পর সুপারস্টার রজনীকান্ত 'লাল সেলাম'- ছবিতে দেখা যাবে৷ যদিও এই ছবিতে ক্যামিও রোলে দেখা যাবে অভিনেতাকে৷
advertisement
4/6
আপকামিং ছবি 'লাল সেলাম'- নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে৷ জানা যাচ্ছে, এই ছবির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন অভিনেতা৷ মাত্র ৩০-৪০ মিনিটের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে৷
advertisement
5/6
প্রতিবেদন অনুসারে জানা গেছে, মাত্র ৪০ মিনিটের 'লাল সেলাম'-ছবিতে ক্যামিও রোলের জন্য প্রায় ৪০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন অভিনেতা৷ অর্থাৎ এক মিনিটে এক কোটি টাকা করে মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন অভিনেতা৷ যা নিয়ে জল্পনা তুঙ্গে৷
advertisement
6/6
৭৩ বছর বয়সে এসে একের পর এক সুপারহিট ছবি বক্স অফিসে হিট৷ তাঁর ছবি সারাবিশ্বে প্রচুর মুনাফা অর্জন করেছেন৷ এই কারণের জন্যই প্রযোজকরা থালাইভাকে মোটা অঙ্কের পারিশ্রমিক দিতে প্রস্তুত৷ আপাতত 'লাল সেলাম'-ছবির মুক্তির দিন গুনছেন ভক্তরা৷