Sajal Aly Pak Army : পাক সেনা তাঁকে ‘হানিট্র্যাপে’ ব্যবহার করত? পাক অভিনেত্রীর জীবন জুড়ে গোপন গল্প
- Published by:Uddalak B
Last Updated:
সজলের জীবন এমনিতেই বিতর্কে ভরা৷
advertisement
1/6

পাকিস্তানের এক অবসরপ্রাপ্ত সেনানি সম্প্রতি এক আশ্চর্য দাবি করেছিলেন৷ তাঁর নাম মেজর আদিল রাজা৷ তিনি দাবি করেছিলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সজল আলিকে পাক সেনা ‘হানিট্র্যাপ’-এর টোপ হিসাবে ব্যবহার করত৷
advertisement
2/6
মেজর রাজা একজন ইউটিউবার৷ অপরাধীকে ধরতে লাস্যময়ী সজলকে পাঠানো হত৷ যদিও সেই ঘটনার কথা অস্বীকার করেন তিনি৷
advertisement
3/6
যদিও সেই ব্লগে অভিনেত্রীর পুরোনাম ব্যবহার করেননি মেজর, ব্যবহার করেছেন নামের আদ্যক্ষর৷ কিন্তু তিনি বলার পরেই এই খবর ছড়িয়ে পড়ে সর্বত্র৷
advertisement
4/6
সকলেই নামের দু’টি অক্ষর জেনে নিয়ে আল নাম খুঁজে বার করার চেষ্টা শুরু করে দেন৷ একাধিক নাম এলেও একমাত্র সজল আলি ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়ে বসেন৷
advertisement
5/6
তাতেই বিতর্কে ঘি পড়ে৷ সজলের জীবন এমনিতেই বিতর্কে ভরা৷ তাঁর সাংসারিক জীবন নিয়ে নানাসময়ে বিতর্ক তৈরি হয়েছে৷ তাঁর দাম্পত্য জীবন নিয়েও খবরের শেষ নেই৷
advertisement
6/6
র একাধিক ছবিতে তাঁকে দেখা যায়৷ ২০১৭ সালে ও ২০১৯-’২০ সালে একাধিক পারফর্মেন্স নজর কাড়ে৷