TRENDING:

Masaba Gupta Fathers Viv and Vivek: নিজের বাবা ও সৎ বাবার সঙ্গে পার্টি, ছবি দিয়ে নেটপাড়ার মন জয় নীনা-কন্যা মাসাবার

Last Updated:
Masaba Gupta Fathers Viv and Vivek: গত কয়েকটা দিন কেমন কেটেছে, তা যেন বোঝা গেল এই কয়েকটি ছবির কোলাজে। টুকরো টুকরো ঝলকে পূর্ণতার ছোঁয়া গুপ্তা পরিবারে।
advertisement
1/8
নিজের বাবা ও সৎ বাবার সঙ্গে পার্টি, ছবি দিয়ে নেটপাড়ার মন জয় নীনা-কন্যা মাসাবার
এক জন জন্ম দিয়েছেন, আর এক জন পালন করেছেন। দু’জনের ভালবাসাই পেয়েছেন মাসাবা। যদিও জন্মদাতার সঙ্গে ভৌগৌলিক দূরত্ব এতই বেশি যে ব্যস্ততার মাঝে দেখা করা হয় না। আর সেই ফাঁক ভরাট করে দেন অন্য জন। তবে বিয়ে উপলক্ষে অনেকদিনের জন্যই দুই বাবাকে একসঙ্গে পেয়েছেন মাসাবা গুপ্তা। নীনা গুপ্তার মেয়ে।
advertisement
2/8
পেশায় ডিজাইনার। সদ্যই বিয়ে করেছেন অভিনেতা সত্যদীপ মিশ্রকে। গোপনেই সেরেছেন বিয়ে। হঠাৎই বিয়ের ছবি পোস্ট করে চমকে দিয়েছিলেন মাসাবা। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর দ্বিতীয় বার বিয়ে করেন তিনি। সত্যদীপেরও এটি দ্বিতীয় বিয়ে। ‘মাসাবা মাসাবা’ ওয়েব সিরিজের সময়ে আলাপ হয়েছিল যুগলের।
advertisement
3/8
নীনা গুপ্তা ক্রিকেটের অনুরাগী ছিলেন। ভিভ রিচার্ডসের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ দল ভারত সফরে এসেছিল। সেই সময় নাগপুর ওডিআই ম্যাচের সময় নীনাও উপস্থিত ছিলেন মাঠে। তার পর থেকেই ভিভের সঙ্গে প্রেমের সূচনা নীনার।
advertisement
4/8
ওই ম্যাচের একদিন পরে জয়পুরের রানী একটি বিশেষ পার্টির আয়োজন করেছিলেন। সেখানে ইন্ডিজ দলকে ডাকা হয়েছিল। রাজস্থানে নীনা গুপ্তার একটি ছবির শ্যুটিংও চলছিল। রাজেশ খান্না এবং পুরো কাস্টকেও আমন্ত্রণ জানানো হয়। সেখানে রিচার্ডসের সঙ্গে দেখা হয় নীনার। শুরু হয় দুরন্ত সেই প্রেম।
advertisement
5/8
কিন্তু অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। কিন্তু ভিভকে বিয়ে না করেই সন্তান নিয়েছিলেন নীনা। মাসাবার জন্ম দেন তিনি। একা হাতে মানুষ করেছেন সন্তানকে। তার জন্য প্রভূত নিন্দার মুখোমুখি হতে হয় অভিনেত্রীকে। সেই সময়ে অবশ্যই সাহসী পদক্ষেপ ছিল এটি।
advertisement
6/8
ভিভ রিচার্ডস পরে মিরিয়ামকে বিয়ে করেন এবং নীনা পরে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিবেক মেহরাকে বিয়ে করেন। মায়ের কাছেই মাসাবার বড় হওয়া। বাবা ভিভের সঙ্গে মাঝেমধ্যে দেখা হওয়া।
advertisement
7/8
কিন্তু এই প্রথম বার গোটা পরিবারকে একসঙ্গে পেয়েছেন মাসাবা। সে কথা তিনি সোশ্যাল মিডিয়াতেই লিখেছিলেন। দিন দুয়েক আগে ঘরোয়া পার্টির ছবি দেন। যেখানে দেখা যায় দুই বাবার সঙ্গে বসে রয়েছেন মাসাবা। জটিল সম্পর্কের মধ্যে আদপেই ভালবাসা দেখা গিয়েছে। সোফায় বসে পাশাপাশি খাবার খাচ্ছেন। মাসাবা, ভিভ এবং বিবেক।
advertisement
8/8
নেটিজেনদের মন জয় করেছেন ওই ছবিতে। একইসঙ্গে স্বামীর সঙ্গে আদুরে ছবি ও মায়ের সঙ্গেও ছবি পোস্ট করেছেন ডিজাইনার। গত কয়েকটা দিন কেমন কেটেছে, তা যেন বোঝা গেল এই কয়েকটি ছবির কোলাজে। টুকরো টুকরো ঝলকে পূর্ণতার ছোঁয়া গুপ্তা পরিবারে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Masaba Gupta Fathers Viv and Vivek: নিজের বাবা ও সৎ বাবার সঙ্গে পার্টি, ছবি দিয়ে নেটপাড়ার মন জয় নীনা-কন্যা মাসাবার
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল