Bollywood|| দু'বার বিয়ের পরেও মা হতে পারেননি তুমুল জনপ্রিয় 'এই' বলিউড অভিনেত্রী, আপনি চিনতে পারছেন?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Bollywood News, viral: পূজা বাত্রা ১৯৯৫ সালে বলিউড সিনেমায় আত্মপ্রকাশ করেন। একইসঙ্গে তিনি একটি তামিল সিনেমায় অভিনয় করেন। তামিলের পর শিসিন্দ্রির সঙ্গে তেলেগু সিনেমায় আত্মপ্রকাশ করেন পূজা।
advertisement
1/6

*পূজা বাত্রা ১৯৯৫ সালে বলিউড সিনেমায় আত্মপ্রকাশ করেন। একইসঙ্গে তিনি একটি তামিল সিনেমায় অভিনয় করেন। তামিলের পর শিসিন্দ্রির সঙ্গে তেলেগু সিনেমায় আত্মপ্রকাশ করেন পূজা। তিনি মালয়ালম চলচ্চিত্র চন্দ্রলেখা এবং গ্রীকু ভিরুডুতেও অভিনয় করেছেন। (Photo Credit- poojabatra)
advertisement
2/6
*১৯৯৭ সালে বিশ্ববিধাতা চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে তার কর্মজীবন শুরু। এরপর তিনি 'হাসিনা মান যায়েগি', 'দিল নে ফির ইয়াদ কিয়া' এবং 'কাহি পেয়ার না হো জায়ে'-সহ কুড়িটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। তাঁর অভিনীত 'তাজমহল', ২০০৪ সালের কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। (Photo Credit- poojabatra)
advertisement
3/6
*৪৫ বছর বয়সেও পূজা বাত্রার টোনড বডি আট থেকে আশির নজর কেড়ে নেয়। (Photo Credit- poojabatra)
advertisement
4/6
*মায়ের মতোই সুন্দরী অভিনেত্রী। পূজার বাবা রবি বাত্রা সেনাবাহিনীতে একজন কর্নেল ছিলেন এবং মা নীলম বাত্রা মিস ইন্ডিয়া (১৯৭১)-এর অংশগ্রহণকারী ছিলেন। (Photo Credit- poojabatra)
advertisement
5/6
*পূজা বাত্রা ১৯৯৩ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনালের মুকুট জিতে নেন। আজও, তিনি ফিটনেস এবং সৌন্দর্যে তরুণ অভিনেত্রীদের টেক্কা দেন। (Photo Credit- poojabatra)
advertisement
6/6
*অভিনেত্রী দুবার বিয়ে করলেও ৪৫ বছর বয়স পর্যন্ত মা হতে পারেননি। ২০০৩ সালে সোনু এস আহলুওয়ালিয়ার সঙ্গে তাঁর প্রথম বিবাহ। ২০১১ সালে তাঁর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়। এরপর ২০১৯ সালে নবাব শাহকে বিয়ে করেন তিনি। (Photo Credit- poojabatra)