Manushi Chhillar: ডাক্তারি পড়তে পড়তে গ্ল্যামার দুনিয়া, দেখুন সেই বিশ্বসুন্দরী মানুষীর মোহময়ী ছবি
- Published by:Teesta Barman
Last Updated:
Manushi Chhillar: কেবল চিকিৎসক পরিবারের মেয়ে নন তিনি। রুপোলি জাম্পস্যুট পরা এই মানুষী নিজেও ডাক্তারি পড়েছেন। যদিও শেষ করতে পারেননি গ্ল্যামার দুনিয়ায় পা রাখার পর।
advertisement
1/9

গোলাপি স্যাটিনের প্যান্টস্যুট আর ব্রালেট। সত্যিই তিনি বিশ্বসুন্দরী। তিনি মানুষী চিল্লর। এখন আর তাঁর একটি পরিচয় নয়। বলিউডের নায়িকা হয়ে গিয়েছেন চিল্লর।
advertisement
2/9
সাদা হল্টারনেক টপ আর চওড়া প্যান্ট। ছোট চুল আলগোছে কাঁধের কাছে পড়ে। অক্ষয় কুমারের নায়িকা নানা সাজে মোহময়ী।
advertisement
3/9
খয়েরি ও লালের মিশ্রণে স্যুট এবং সাদা হাই হিল। চুল আঁচড়ানো টেনে টেনে। টিপ টপ সাজে মানুষী।
advertisement
4/9
ক্যাসুয়াল লুকে বিশ্বসুন্দরী। কালো ট্যাঙ্ক টপ এবং ঘিয়ে রঙা ট্রাউজার্স পরে সাদা ব্যাগ পিঠে নিয়েছেন চিল্লর। মাথায় আবার একটি টুপি।
advertisement
5/9
লাল সাদা ব্রালেট এবং ছেঁড়া জিনসে ভক্তদের মুগ্ধ করে দেন হরিয়ানার চিকিৎস পরিবারের মেয়ে।
advertisement
6/9
কেবল চিকিৎস পরিবারের মেয়ে নন তিনি। রুপোলি জাম্পস্যুট পরা এই মানুষী নিজেও ডাক্তারি পড়েছেন। যদিও শেষ করতে পারেননি গ্ল্যামার দুনিয়ায় পা রাখার পর।
advertisement
7/9
নীল স্যুট এবং সাদা টার্টেলনেক পোশাকে মডেল-নায়িকা। তিনি এমনকি কুচিপুরি নৃত্যতেও প্রশিক্ষিত।
advertisement
8/9
নীল সাদা জাম্পস্যুটের সঙ্গে নীল ব্যাগ হাতে পর্দার পৃথ্বীরাজের স্ত্রী সংযুক্তা।
advertisement
9/9
হালকা সবুজ প্যান্ট এবং সাদা শার্টে মানুষী সত্যিই বহুমুখী প্রতিভার প্রতীক।