অন্তঃসত্ত্বা নায়িকাকে বৃষ্টিতে ভিজতে দিতে চাননি? তাঁর গান জিনাত আমনকে দেওয়া নিয়ে মনোজ কুমারের উপরে রেগে গিয়েছিলেন মৌসুমি
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Moushumi Chatterjee Manoj Kumar Trivia: বলিউডে তিনি বরাবর এক আদ্যন্ত ভদ্রলোক হিসেবে পরিচিত ছিলেন। এ হেন মনোজ কুমার নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় রেগে যাবেন, এটা ঠিক বিশ্বাস করা যায় না। কিন্তু বর্ষীয়াণ নায়কের মৃত্যুর পরে সেই ঘটনার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বিখ্যাত নায়িকা মৌসুমি চট্টোপাধ্যায়।
advertisement
1/7

বলিউডে তিনি বরাবর এক আদ্যন্ত ভদ্রলোক হিসেবে পরিচিত ছিলেন। এ হেন মনোজ কুমার নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় রেগে যাবেন, এটা ঠিক বিশ্বাস করা যায় না। কিন্তু বর্ষীয়াণ নায়কের মৃত্যুর পরে সেই ঘটনার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বিখ্যাত নায়িকা মৌসুমি চট্টোপাধ্যায়। মৌসুমি 'রোটি কাপড়া অউর মকান' ছবিতে মনোজ কুমারের সঙ্গে কাজ করেন। এই প্রসঙ্গেই তিনি এক ঘটনার কথা তুলে ছরেছেব, যখন তিনি মনোজ কুমারের উপর রেগে গিয়েছিলেন।
advertisement
2/7
মৌসুমি চট্টোপাধ্যায়ের মতে, মনোজ কুমার একজন অত্যন্ত প্রতিভাবান পরিচালক ছিলেন। কথা দিয়ে কথা রাখতেন না, এমনটা তিনি কখনও করেননি। কিন্তু 'রোটি কাপড়া অউর মকান' ছবিতে মৌসুমি চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করার সময়, তিনি তাঁর একটি সিদ্ধান্ত পরিবর্তন করেছিলেন। মৌসুমি চট্টোপাধ্যায় HT-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যে 'রোটি কাপড়া অউর মকান'-এর শ্যুটিংয়ের সময় তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় মনোজ কুমার তাঁর উপর খুব রেগে গিয়েছিলেন।
advertisement
3/7
মৌসুমি চট্টোপাধ্যায় স্মৃতিচারণ করে বলেন, ‘‘আমি যখন অন্তঃসত্ত্বা ছিলাম, তখন ইন্ডাস্ট্রি ভেবেছিল যে আমি আমার কেরিয়ার নিয়ে চিন্তা করি না। অনেকেই এতে ক্ষুব্ধ হয়েছিলেন। তাঁদের মধ্যে একজন ছিলেন মনোজ কুমার। শশী কাপুর আমাকে এটা বলেছিলেন। তার পর মানুষ আরও বেশি করে গসিপ করতে শুরু করে।’’
advertisement
4/7
ঠিক কী ঘটেছিল ওই ছবির সেটে? ‘‘আমি অন্তঃসত্ত্বা হওয়ার পরে মনোজ কুমার জিনাত আমনকে হায় হায় ইয়ে মজবুরি গানটি দিয়েছিলেন। জিনাতের চরিত্রটি খুবই জটিল ছিল এবং গানের ধরনটি আমার চরিত্র তুলসীর সঙ্গেই মানানসই ছিল, কিন্তু তিনি এতটাই বিরক্ত হয়েছিল যে গানটি জিনতকে দিয়েছিল। গানটি সুপারহিট হয়েছিল।’’
advertisement
5/7
হতেই পারে যে অন্তঃসত্ত্বা নায়িকার শারীরিক অবস্থার প্রতি খেয়াল রেখেই, তাঁকে বৃষ্টিতে ভিজতে না দেওয়ার জন্য মত বদলেছিলেন মনোজ কুমার। যদিও ঘটনাটি সাময়িক ভাবে তাঁর এবং মৌসুমি চট্টোপাধ্যায়ের মধ্যে মনোমালিন্যের জন্ম দিয়েছিল।
advertisement
6/7
মনোজ কুমার গত ৪ এপ্রিল, ২০২৫ তারিখে সকালে ইহলোক ত্যাগ করেন। পুত্র কুণাল গোস্বামী বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। কোকিলাবেন হাসপাতালে ভোর ৩.৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
advertisement
7/7
কুণাল গোস্বামী জানিয়েছেন যে নায়ক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, কিন্তু তিনি অসীম ধৈর্যের সঙ্গে প্রতিটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। ভগবানের কৃপায় এবং সাই বাবার আশীর্বাদে তিনি শান্তিতে এবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মনোজ কুমারের মৃত্যুর পর ধর্মেন্দ্র মুম্বইয়ে তাঁর বাড়িতে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানান। শাহরুখ খান, সলমন খান, আমির খান, রণবীর সিং, রবিনা টন্ডন, সুভাষ ঘাই এবং অনুপম খেরের মতো অভিনেতারা সোশ্যাল মিডিয়ায় তাঁকে শেষ শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বলিউডের এই 'মহানায়ক'-এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।