The Family Man Series 3: আসছে তৃতীয় সিজিন, ফের OTT কাঁপাবেন মনোজ বাজপেয়ী, সঙ্গে থাকছে আরও চমক...
- Published by:Pooja Basu
- Written by:Trending Desk
Last Updated:
প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভক্তদের জন্য দারুণ ঘোষণা; ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ৩’ নিয়ে আবারও ফিরতে চলেছেন মনোজ বাজপেয়ী, সামনে এল ফার্স্ট লুক পোস্টার
advertisement
1/7

অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান ঘটল। অভিনেতা মনোজ বাজপেয়ী এবং শরিব হাশমি অভিনীত জনপ্রিয় স্পাই অ্যাকশন থ্রিলার সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর সিজন ৩ ঘোষণা করলেন নির্মাতারা। এই সিরিজের নির্মাতা রাজ এবং ডিকে ইতিমধ্যেই ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ৩’-র ফার্স্ট লুক পোস্টার ভাগ করে নিয়েছেন। তাতে দেখা যাচ্ছে মনোজ বাজপেয়ীকে। ফলে এখন ভক্তমহলে বাঁধভাঙা উচ্ছ্বাসের বন্যা।
advertisement
2/7
Amazon Prime Video আনুষ্ঠানিক ভাবে ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ৩’-এর কথা ঘোষণা করেছে এবং লিখেছে যে, “আমাদের ফ্যামিলি মেনের উপর সমস্ত নজর রয়েছে। #TheFamilyManOnPrime, নতুন সিজন, খুব শীঘ্রই আসছে।” ফার্স্ট লুক পোস্টারের সামনে এবং কেন্দ্রে রয়েছেন মনোজ বাজপেয়ী। তাঁর চোখমুখে যেন এক গভীর অভিব্যক্তি। আর তা থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে, এই সিজন আবার প্রচণ্ড ড্রামা বা নাটকীয়তা উপহার দিতে চলেছে।
advertisement
3/7
পোস্টারে এ-ও দেখা যাচ্ছে, মনোজ বাজপেয়ীর চারপাশে যেন বন্দুক উঁচিয়ে রয়েছে কিছু ছায়ামানব। যা আলাদা করে বিপদ, সাসপেন্স এবং টেনশনের একটা মাত্রা যোগ করেছে। পোস্টারের উপর লেখা রয়েছে যে, “দ্য ফ্যামিলি ম্যান রিটার্নস।” সেই সঙ্গে এ-ও ঘোষণা করা হয়েছে যে, সমালোচকদের দ্বারা প্রশংসিত এই শো এবং সকলের প্রিয় মূল নায়ক শ্রীকান্ত তিওয়ারির বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন হতে চলেছে।
advertisement
4/7
এটি ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে এই সিরিজের তৃতীয় ইনস্টলমেন্ট নিয়ে আর নিজের উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। আসলে ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এ প্রধান খলনায়িকা এক বিদ্রোহী নেত্রী রাজির ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ঘোষণা করেছেন তিনি। লিখেছেন যে, “TheFamilyManOnPrime Issss backkkk (fire emojis) Coming soon (প্রাইমে দ্য ফ্যামিলি ম্যান ফিরছে। শীঘ্রই আসছে)।”
advertisement
5/7
‘দ্য ফ্যামিলি ম্যান’-এ জোয়ার ভূমিকায় অভিনয় করেছেন শ্রেয়া ধন্বন্তরী। মন্তব্য করে তিনি জানান যে, এই গ্যাংটি আবার ফিরছে। আবার জেকে তালপাড়ে-রূপী শরিব হাশমি লিখেছেন যে, “YOOOHOOOOO।” হরমন সিং মন্তব্য করেন, “শ্রীকান্ত তিওয়ারি, জে এবং সূচিকে আবার দেখার জন্য অপেক্ষা করে থাকতে পারছি না।” একজন নেটিজেন লিখেছেন যে, “শ্রীকান্ত তিওয়ারি এবং জেকে আবার ফিরছে।”
advertisement
6/7
অন্যদিকে আবার একজন লিখেছেন যে, “Bas dil ko thandak Mili (ব্যস, মনটা ঠান্ডা হয়ে গেল)।” এদিকে চলতি বছরেই এই সিজনটি রিলিজ করার জন্য অনুরোধ জানিয়েছেন ভক্তরা।
advertisement
7/7
এই সিজনে আবারও নিজেদের চরিত্র ফুটিয়ে তুলতে দেখা যাবে মনোজ বাজপেয়ী, শরিব হাশমি, প্রিয়ামণি, অশ্লেষা ঠাকুর, বেদান্ত সিনহা, গুল পনাগ, শ্রেয়া ধন্বন্তরীকে। শোনা যাচ্ছে যে, এই সিজনে যোগ দিতে চলেছেন দুর্ধর্ষ অভিনেতা জয়দীপ অহলাওয়াত।