সাক্ষী 'মটন বিরিয়ানি'! দেখতে দেখতে দু’বছর পার, সুখে সংসার করছেন মানালি-অভিমন্যু
- Published by:Pooja Basu
Last Updated:
Manali Manisha Dey and Abhimanyu Mukherjee marriage anniversary: বিবাহবার্ষকীকে স্বামীকে কী উপহার দিলেন মানালি, রইল সেই ছবি৷
advertisement
1/6

স্বাধীনতার দিনেই একে অপরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন মানালি দে ও অভিমুন্য মুখোপাধ্যায়৷ প্রায় বছর দুয়েকের প্রেম পর্ব শেষ করে বিয়ে করেন তাঁরা৷ সেই বিয়ের দু’বছরে বেশ কিছু ছবি শেয়ার করলেন স্বামী অভিমুণ্য, সঙ্গে একটা ছোট্ট ছড়া দিলেন উপহার৷
advertisement
2/6
পরিচালক বর তাঁর অভিনেত্রী বউয়ের জন্য লিখেছেন, দেখতে শিখতে দুটো বছর, টুক কোরে গেলো কেটে, একটু চিনি, একটু মরিচ, শিল নোড়াতে বেটে, একটু মস্তি, একটু খিস্তি, মিক্সি দিয়ে ঘেটে, দুজন মিলে, ইন্স্টা রিলে, একসাথে যাবো হেটে। শুভ বিবাহ বার্ষিকী । 🤟🤟
advertisement
3/6
অন্যদিকে মানালি খুব সুন্দর একটি উপহার দিয়েছেন অভিমুণ্যকে৷ তাঁদের ছবি একসঙ্গে একটি অ্যানিমেশন, তৈরি করিয়েছেন এক বন্ধুকে দিয়ে৷ খুবই সুন্দর সেটি৷ ছবির সঙ্গে মনের কথাও রয়েছে লেখা৷ তবে অভিমুণ্যের উপহার এখনও এসে পৌঁছনি! অনলাইন অর্ডারে কিছু সমস্যা হয়েছিল৷
advertisement
4/6
লকডাউনের মাঝে বিয়ে৷ কোনও আড়ম্বর দেখা যায়নি সে সময়৷ অতিথি বলতে ছিলেন একেবারে পরিবার ও কাছের মানুষরা৷ বিবাহ বার্ষিকীতেও একই রকমভাবে হবে উদযাপন৷ কিছুই তেমন হচ্ছে না৷ কারণ আগামিকাল মানালির শ্যুটিং রয়েছে৷ আমার ছবি কীর্তন ফ্লোরে যাচ্ছে৷ প্রথম দিনের শ্যুট৷ ফলে ব্যস্ততা তুঙ্গে৷ জানালেন অভিমুণ্য মুখোপাধ্যায়৷
advertisement
5/6
আর বিশেষ দিনের খাওয়া দাওয়া? অবশ্যই মটন বিরিয়ানি৷ আমাদের কোনও বিশেষ দিন মটন বিরিয়ানি ছাড়া হয় না৷ তাই আজ সেই মতো প্ল্যান রয়েছে ডিনারে৷ জানালেন মানালির স্বামী৷
advertisement
6/6
মানালি ব্যস্ত ধূলাকনা ধারাবাহিকের শ্যুটিং-এ৷ এক সপ্তাহ আগেই ছিল পুরীতে আউটডোর শ্যুট৷ অন্যদিকে অভিমুণ্য মুখোপাধ্যায়ের নতুন ছবি কীর্তন-এর শুট্যিং শুরু হচ্ছে সোমবার থেকে৷ ছবিতে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, অরুণিমা ঘোষ৷