Mallika Sherawat: ভয়ঙ্কর সেই রাত! ১২টা বাজতেই বেডরুমে...! বলিউডের হিট নায়কের ভয়ে সিঁটিয়ে ছিলেন মল্লিকা, ফাঁস হল নোংরা কেচ্ছা, কী ঘটেছিল সেদিন?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Mallika Sherawat: সম্প্রতি মল্লিকা শেরওয়াত তাঁর সঙ্গে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা প্রকাশ্যে এনেছেন। যা শুনলে রাতের ঘুম উড়বে আপনার৷
advertisement
1/8

দু-দশক আগে 'মার্ডার' ছবিতে রাতারাতি সকলের নজর কাড়েন মল্লিকা শেরওয়াত। একাধিক ছবিতে তাঁর চুম্বন দৃশ্যের আলাদাই একটা ফ্যান বেস আছে। অভিনেত্রীর চুম্বনের দৃশ্য নিয়ে চর্চা আজও তুঙ্গে৷ অন্তরঙ্গ দৃশ্যে তাঁর অভিনয় সকলেরই মন কাড়ে৷
advertisement
2/8
শরীরী হিল্লোলে লক্ষ লক্ষ পুরুষের হৃদয় কেড়ে নিয়েছিলেন মল্লিকা শেরওয়াত। তাঁর মেদহীন চাবুক ফিগারের বোল্ডনেসে কাবু ছিলেন সকলেই৷ তবে আচমকাই বলিউডকে বিদায় জানিয়ে হলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করার একরাশ স্বপ্ন দেখেন অভিনেত্রী? যদিও তা সফল হয়নি৷
advertisement
3/8
বহু বছর পর বলিউডে কামব্যাক করছেন অভিনেত্রী৷ বলিউড অভিনেত্রী মল্লিকা শেরওয়াতকে শীঘ্রই 'ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও'-তে দেখা যাবে। এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন রাজকুমার রাও এবং তৃপ্তি দিমরি।
advertisement
4/8
বহু বছর পর বলিউডে কামব্যাক করছেন অভিনেত্রী৷ বলিউড অভিনেত্রী মল্লিকা শেরওয়াতকে শীঘ্রই 'ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও'-তে দেখা যাবে। এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন রাজকুমার রাও এবং তৃপ্তি দিমরি।
advertisement
5/8
অভিনেত্রী জানান, মধ্যরাতে তাঁর ছবির নায়ক বেডরুমের দরজায় জোরে ধাক্কা দেন। তবে সেই নায়কের নাম প্রকাশ করেননি মল্লিকা শেরওয়াত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মল্লিকা শেরাওয়াতের এই ভিডিও।
advertisement
6/8
অভিনেত্রী সেই সময়ের কথা স্মরণ করেন যখন তিনি একটি বড় তারকা কাস্টের সঙ্গে দুবাইতে একটি বড় চলচ্চিত্রের জন্য শুটিং করেছিলেন। ভিডিওতে মল্লিকা বলেছেন, 'একটা উদাহরণ বলি। আমি দুবাইতে একটি বড় ছবির শুটিং করছিলাম, এটি একটি মাল্টিস্টারার ছবি ছিল। এটি একটি সুপারহিট ছবি, যেটিতে আমি একটি কমেডি চরিত্রে অভিনয় করেছি।
advertisement
7/8
অভিনেত্রী আরও বলেন, 'ওই ছবির নায়ক রাত ১২টায় আমার দরজায় কড়া নাড়তেন। ধাক্কাধাক্কি এতটাই করছিল যে, আমি ভাবছিলাম যে সে দরজা ভাঙতে চলেছে, কারণ সে আমার বেডরুমের ভিতরে আসতে চেয়েছিল। আমি বললাম না, এটা হবে না। এরপর ওই নায়ক আমার সঙ্গে আর কাজ করেননি। তবে তিনি নাম প্রকাশ্যে আনেননি।
advertisement
8/8
মল্লিকার আসন্ন ছবি 'ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও' তাঁর দুই বছর পর দ্বিতীয় হিন্দি ছবি। এর আগে, তাকে রজত কাপুর পরিচালিত 'আরকে/আরকে' ছবিতে দেখা গিয়েছিল। ছবির ট্রেলারটি দেখার পর মানুষ এই ছবিটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই সিনেমাটি ১১ অক্টোবর ২০২৪-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। রাজকুমার রাও, তৃপ্তি দিমরি এবং মল্লিকা শেরওয়াত ছাড়াও ছবিতে দেখা যাবে বিজয় রাজ, অর্চনা পুরান সিং, মুকেশ তিওয়ারি, অর্চনা প্যাটেল, রাকেশ বেদি এবং টিকু তালসানিয়ার মতো তারকাদের।