Renjusha Menon Death: কেবল ঘুমের মধ্যে দুঃখ গ্রাস করে না, মৃত্যুর আগে শেষ পোস্ট ‘স্ত্রী’ ধারাবাহিকের অভিনেত্রী রেঞ্জুষার!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Renjusha Menon Death: সোমবার তিরুবনন্তপুরমের শ্রীকারিয়ামের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মালয়ালাম অভিনেত্রীকে। বেশ কয়েকটি টেলিভিশন শোয়ে অভিনয় করেছিলেন তিনি।
advertisement
1/7

বিনোদন জগতে পরপর দুঃসংবাদ। দু’দিন আগেই গোটা বিশ্বের মানুষের চোখে জল এনেছে চ্যান্ডলার ওরফে ম্যাথিউ পেরির মৃত্যু, এবার চলে গেলেন ভারতীয় অভিনেত্রী রেঞ্জুষা মেনন।
advertisement
2/7
মালয়ালাম ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় মুখ। ছবি এবং ধারাবাহিকে অভিনয় করে সুখ্যাতি পান রেঞ্জুষা। মাত্র ৩৫ বছরেই স্বামী এবং ছোট্ট মেয়েকে ছেড়ে চলে গেলেন অভিনেত্রী।
advertisement
3/7
সোমবার তিরুবনন্তপুরমের শ্রীকারিয়ামের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মালয়ালাম অভিনেত্রীকে। বেশ কয়েকটি টেলিভিশন শোয়ে অভিনয় করেছিলেন তিনি। পাশাপাশি একাধিক ছবিতেও পার্শ্বচরিত্রে দেখা গিয়েছে তাঁকে।
advertisement
4/7
ঠিক দু’সপ্তাহ আগে রেঞ্জুষা তাঁর ফেসবুকে একটি পোস্ট করেছিলেন। লেখাটি দেখে আজ চমকে উঠছেন ভক্তরা। অনুবাদ করলে দাঁড়ায়, ‘ঘুমের মধ্যেই একমাত্র স্বস্তি। ঘুমিয়ে থাকলে দুঃখ আমাকে গ্রাস করে না, আমি রেগেও থাকি না, একাকিত্বে ভুগি না, আমি কিছুই নই ওই সময়টা।’
advertisement
5/7
কিন্তু রেঞ্জুষার ইনস্টাগ্রাম প্রোফাইলে বিষণ্ণতার ছাপ নেই। মাঝে মধ্যেই সহকর্মীদের সঙ্গে রিল ভিডিও বানিয়ে পোস্ট করেন তিনি। তবে কিছু সংবাদমাধ্যমের দাবি, রেঞ্জুষা সম্প্রতি আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছিলেন।
advertisement
6/7
এই মুহূর্তে ‘বরণ ডক্টরান’ ধারাবাহিকে করছিলেন তিনি। কাব্য মাধবন অভিনীত ‘ক্লাসমেট’ ছবিতেও তাঁকে দেখা যাবে। এর আগে ‘স্ত্রী’, ‘আনন্দরাগম’-এর মতো মোট ৩০টি ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।
advertisement
7/7
(DISCLAIMER: This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))