Bollywood Gossip: অর্জুন কাপুরের সঙ্গে ভেঙেছে সম্পর্ক! এরই মাঝে রহস্যজনক পোস্ট মালাইকার... কী লিখলেন?
- Published by:Rachana Majumder
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
প্রসঙ্গত পরিচালক রোহিত শেঠির ‘সিংহম এগেইন’ ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছে অর্জুন কাপুরকে। সেই সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগন রণবীর সিং, দীপিকা পাডুকোন, অক্ষয় কুমার, করিনা কাপুর এবং টাইগার শ্রফকেও। গত ১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। অন্যদিকে মালাইকা অরোরাকে শেষ দেখা গিয়েছিল ‘খো গয়ে হাম কাহা’ ছবির ক্যামিও চরিত্রে। গত সেপ্টেম্বরেই প্রয়াত হয়েছেন অভিনেত্রীর বাবা।
advertisement
1/7

বেশ কয়েক দিন ধরেই একে অপরের জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছিলেন না বি-টাউনের বহুলচর্চিত জুটি মালাইকা অরোরা এবং অর্জুন কাপুর। ফলে এই জুটির প্রেমে ভাঙনের গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল সোশ্যাল মিডিয়া জুড়ে। তবে সম্প্রতি এই গুঞ্জনের অবসান ঘটিয়ে একটি অনুষ্ঠানে খোদ অর্জুন জানিয়েছেন যে, তিনি আপাতত সিঙ্গেলই আছেন।
advertisement
2/7
আসলে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রহস্যময় পোস্ট শেয়ার করেছেন মালাইকা। সেই পোস্টের সঙ্গে কোনও ক্যাপশন অবশ্য তিনি দেননি। শুধু পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মাত্র! অপ্রয়োজনীয় জিনিসপত্রের বিষয়ে ‘না’ বলার গুরুত্ব সম্পর্কে পোস্টে কথা বলা হয়েছে। নোটটিতে বলা হয়েছে, “নো’ভেম্বর… সেই সব মানুষ, জায়গা এবং জিনিসকে না বলা শুরু করার এটাই সময়, যাঁরা আপনার এনার্জি নষ্ট করে দেয়।”
advertisement
3/7
মুম্বইয়ে ‘সিংহম এগেইন’-এর অনুষ্ঠানে ব্রেক-আপের খবরে সীলমোহর দিয়েছেন অর্জুন। আসলে সোমবার মুম্বইয়ের শিবাজি পার্কে রাজ ঠাকরের দিওয়ালির অনুষ্ঠানে অর্জুনের পাশাপাশি উপস্থিত ছিলেন অজয় দেবগন, টাইগার শ্রফ এবং পরিচালক রোহিত শেঠি। সেখানেই বড়সড় খবর প্রকাশ্যে আনলেন অর্জুন।
advertisement
4/7
ওই পার্টির একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ভক্তদের উদ্দেশ্যে অর্জুনকে বলতে শোনা গিয়েছে যে, “এখন আমি সিঙ্গেল আছি।” যদিও এই প্রসঙ্গে মালাইকা অরোরার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
advertisement
5/7
চলতি বছরের গোড়ার দিকে মালাইকা অরোরা এবং অর্জুন কাপুরের প্রেম ভাঙার গুঞ্জন ঘনীভূত হতে শুরু করে। পিঙ্কভিলা-কে একটি সূত্র জানিয়েছে যে, তাঁদের সম্পর্ক নিজস্ব পথেই চলেছে। ওই সূত্রের দাবি, মালাইকা আর অর্জুনের সম্পর্কটা খুবই বিশেষ ছিল।
advertisement
6/7
দু’জনেরই হৃদয়ে একে অপরের জন্য রয়েছে বিশেষ স্থান। নিজেদের পথ আলাদা করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আর দুজনে এই বিষয়ে মর্যাদাপূর্ণ ভাবেই নীরবতা রক্ষা করবেন। তাঁদের সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া করার সুযোগ তাঁরা অন্যদের দেবেন না। সেই সময় মালাইকার ম্যানেজার প্রেম ভাঙার গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। যদিও তারপরেই তাঁদের ব্রেক-আপের খবরে সীলমোহর পড়ল।
advertisement
7/7
প্রসঙ্গত পরিচালক রোহিত শেঠির ‘সিংহম এগেইন’ ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছে অর্জুন কাপুরকে। সেই সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগন রণবীর সিং, দীপিকা পাডুকোন, অক্ষয় কুমার, করিনা কাপুর এবং টাইগার শ্রফকেও। গত ১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। অন্যদিকে মালাইকা অরোরাকে শেষ দেখা গিয়েছিল ‘খো গয়ে হাম কাহা’ ছবির ক্যামিও চরিত্রে। গত সেপ্টেম্বরেই প্রয়াত হয়েছেন অভিনেত্রীর বাবা।