TRENDING:

নাচের শোয়ে নাচ করতে করতেই মালাইকাকে দেখে অশ্লীল অঙ্গভঙ্গি কিশোরের! বেজায় চটলেন অভিনেত্রী, তারপর যা করলেন...

Last Updated:
Malaika Arora Scolds 16-Year-Old-Dancer: আসলে এক কিশোর নৃত্যশিল্পীর উপর মালাইকা এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে, তাকে ধমক পর্যন্ত দিয়েছিলেন। কিন্তু কী এমন হয়েছিল। আসলে ওই নাচের শোয়ে নাচ করার সময় মালাইকার উদ্দেশ্যে রীতিমতো খারাপ অঙ্গভঙ্গি করেছিল সেই কিশোরের উপর প্রচণ্ড রেগে গিয়েছিলেন অভিনেত্রী।
advertisement
1/6
নাচের শোয়ে নাচ করতে করতেই মালাইকাকে দেখে অশ্লীল অঙ্গভঙ্গি কিশোরের! বেজায় চটলেন অভিনেত্রী
বি-টাউনের নৃত্যে পারদর্শী অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন মালাইকা অরোরা। বছরের পর বছর ধরে নিজের নাচের জাদুতে ভক্তদের মনে যেন হিল্লোল তুলেছেন তিনি। বর্তমানে টিভি শো হিপ হপ ইন্ডিয়া-র সেকেন্ড সিজনে বিচারক আসন উজ্জ্বল করেছেন অভিনেত্রী। এমনিতে নিজের সাহসী স্টাইল এবং ব্যক্তিগত জীবনের জন্য খবরের শিরোনামে থাকেন। আর একবার তিনি মঞ্চে পা রাখলে তো কথাই নেই। রীতিমতো নিজের নাচের জাদুতে আট থেকে আশি সকলকেই মুগ্ধ করেন। তবে একটি নাচের শোয়ে অদ্ভুত এক ঘটনা ঘটেছে।
advertisement
2/6
আসলে এক কিশোর নৃত্যশিল্পীর উপর মালাইকা এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে, তাকে ধমক পর্যন্ত দিয়েছিলেন। কিন্তু কী এমন হয়েছিল। আসলে ওই নাচের শোয়ে নাচ করার সময় মালাইকার উদ্দেশ্যে রীতিমতো খারাপ অঙ্গভঙ্গি করেছিল সেই কিশোরের উপর প্রচণ্ড রেগে গিয়েছিলেন অভিনেত্রী। এমনকী তার মা-কে ফোন করে নালিশ জানানোর হুঁশিয়ারিও দিয়েছিলেন।
advertisement
3/6
ইতিমধ্যেই নাচের শোয়ে মালাইকা অরোরার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে, নাচের সময় তাঁর উদ্দেশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি করায় ১৬ বছর বয়সী এক কিশোরকে ধমক দিচ্ছেন অভিনেত্রী। তাঁর প্রতিক্রিয়া সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। ভিডিও-য় ওই কিশোরকে উদ্দেশ্য করে মালাইকাকে বলতে শোনা যায় যে, “তোমার মায়ের ফোন নম্বরটা দাও। ও একটা ১৬ বছরের বাচ্চা। নাচ করছে। আর আমার দিকে তাকিয়ে সরাসরি বলছে বাহ!”
advertisement
4/6
এরপর লজ্জায় রীতিমতো মাথা নুইয়ে যায় ওই কিশোরের। তাতেও অবশ্য অভিনেত্রীর রাগ কমেনি। বরং তিনি বকুনি দিয়ে যেতে থাকেন। অভিনেত্রী আরও বলেন, “ও চোখ মারছে। আর ফ্লাইং কিসও ছুঁড়ে দিচ্ছে।” শুধু মালাইকাই নন, অন্য প্রতিযোগীদেরও চোখে লেগেছে ওই কিশোরের অঙ্গভঙ্গি। এক প্রতিযোগীর কথায়, “উনি ঠিক করেছেন বকুনি দিয়ে। এটা ও সকলের সামনে করেছে। আর এমনটা করার জন্য ওর বয়সই বা কত?”
advertisement
5/6
নেটিজেনদের থেকেও তীব্র প্রতিক্রিয়া এসেছে। এক নেটিজেন বলেন, “উনি তো ঠিকই করেছেন। মালাইকা অরোরা হয়তো ওর মায়ের থেকেও বয়সে বড় হবেন।” অন্য একজন আবার মালাইকাকে কাঠগড়ায় তুলে বলেন, “আচ্ছা আচ্ছা, মালাইকা ম্যাডাম তো নিজের ছেলের পডকাস্টে কিছু দিন আগে ভার্জিনিটি নিয়ে কথা বলেছিলেন। তা-ই না? এটা তো হিপোক্রিসি।”
advertisement
6/6
আসলে কিছু সময় আগে পুত্র আরহান খানের পডকাস্টে গিয়ে মালাইকা তাকে ভার্জিনিটি প্রসঙ্গে প্রশ্ন করেছিলেন। স্বাভাবিক ভাবেই মায়ের কাছ থেকে এহেন প্রশ্নবাণ ছুটে আসায় রীতিমতো অস্বস্তিতে পড়েছিলেন আরহান। কিন্তু অস্বস্তি কাটিয়ে উল্টে মা-কে দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করেছিলেন তিনি। প্রসঙ্গত, ১৯ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনে আরবাজ খানের থেকে আলাদা হয়েছিলেন ৫১ বছর বয়সী মালাইকা। এমনিতে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে বহু বছর প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। তবে কিছু দিন আগেই সেই প্রেমও ভেঙে গিয়েছে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
নাচের শোয়ে নাচ করতে করতেই মালাইকাকে দেখে অশ্লীল অঙ্গভঙ্গি কিশোরের! বেজায় চটলেন অভিনেত্রী, তারপর যা করলেন...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল