কে বলবে ৪৯ বছর বয়স? বার্থডে গার্ল মালাইকার উথলে উঠছে যৌবন! দেখুন
- Published by:Raima Chakraborty
Last Updated:
দেখুন বার্থডে গার্ল মালাইকা অরোরার ভাইরাল সব ছবি।
advertisement
1/11

বলিউডের 'ছাঁইয়া ছাঁইয়া' গার্ল মালাইকা অরোরা। নাচ ও ফ্যাশনে বরাবরই একাধিকের ঈর্ষার কারণ তিনি। রবিবার ৪৯ বছরে পা দিলেন মালাইকা অরোরা। কিন্তু সত্যিই তাঁর ফিটনেস দেখলে বোঝা যায় মালাইকার বয়স। দেখুন বার্থডে গার্ল মালাইকা অরোরার ভাইরাল সব ছবি।
advertisement
2/11
ল্যাকমে ফ্যাশন উইকে শরীর চাপা স্কার্ট ও ব্রালেটের সাজে মালাইকা। সঙ্গে স্টাইলিশ ক্রেপ পরেছেন তিনি।
advertisement
3/11
প্রিয় বান্ধবী করিনা কাপুর খানের সঙ্গে লন্ডনের রাস্তায় খুনসুটি।
advertisement
4/11
প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ সময়। একসঙ্গে চেলসি এফসি ভার্সেস মিলান ফুটবল দেখার সময়।
advertisement
5/11
লিল্যাক স্যাটিন থাই হাই স্লিট ড্রেসে স্বপ্নীল মালাইকার সাজ।
advertisement
6/11
বডিকন শিমারি গাউনে শরীরী বিভঙ্গ নায়িকার।
advertisement
7/11
হলুদ শরীর চাপা গাউনে স্পষ্ট বক্ষবিভাজিকা। ভাইরাল হয়েছে মালাইকার এই ছবি।
advertisement
8/11
সাদা লেহেঙ্গায় মালাইকাকে সাজিয়েছেন মণীশ মালহোত্রা। সঙ্গে মুক্তোর গয়না।
advertisement
9/11
স্টাইলিশ কমলা মিনি ড্রেসে ফ্যাশনিস্তা মালাইকা অরোরা।
advertisement
10/11
পিঙ্ক কো-অর্ডে অপরূপা মালাইকা অরোরা।
advertisement
11/11
হলুদ প্যাস্টেল পোশাকে মোহময়ী নায়িকার লুক। ভাইরাল হয়েছেন বার্থডে গার্ল মালাইকা অরোরা।