Mahakumbh Viral Girl Monalisa: মহাকুম্ভের 'ভাইরাল গার্ল'! কে এই মোনালিসা? নীল নয়না সুন্দরী এখন মেগাস্টার, প্রথম ছবির পারিশ্রমিক জানলে মাথা ঘুরে যাবে
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Mahakumbh Viral Girl Monalisa: প্রয়াগরাজ মহাকুম্ভে রাতারাতি ভাইরাল হওয়া মোনালিসাকে নিয়ে দিনভর চর্চা চলছে৷ প্রথম ছবির জন্য ঠিক কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন মোনালিসা, তা জানলে আঁতকে উঠবেন৷
advertisement
1/7

ভাগ্য যখন সহায় হয়, তখন একজন দরিদ্রেরও রাজা হতে বেশি সময় লাগে না। এই কথাটি মধ্যপ্রদেশের খারগোনের ধর্মীয় ও পর্যটন শহর মহেশ্বরের বাসিন্দা ১৬ বছর বয়সী মোনালিসা ভোঁসলের সঙ্গে যেন রাতারাতি মিলে গেছে৷ কুম্ভমেলায় বদলে দিল মোনালিসার জীবন৷
advertisement
2/7
প্রয়াগরাজ মহাকুম্ভে রাতারাতি ভাইরাল হওয়া মোনালিসাকে নিয়ে দিনভর চর্চা চলছে৷ প্রায় প্রতিদিনই নতুন নতুন তথ্য উঠে আসছে মোনালিসার জীবন নিয়ে। মোনালিসার বাড়ি থেকে তাঁর পরিবার, সবকিছু নিয়েই নেটিজেনদের কৌতূহলের শেষ নেই। প্রতিদিনই মানুষরা কাজ এবং ব্যবসা সম্পর্কে জানতে চাইছে। গুর্গল সার্চে মোনালিসাকে নিয়ে নানা প্রশ্ন সার্চ করছে৷
advertisement
3/7
কে এই ভাইরাল গার্ল? কী পরিচয় মোনালিসার? মোনালিসা একসময় মহেশ্বরের রাস্তায় রুদ্রাক্ষ এবং মুক্তার মালা বিক্রি করতেন৷ তবে তিনি আজ শুধু ইন্টারনেট জগতেই আলোড়ন সৃষ্টি করেননি, বরং এবার তাকে চলচ্চিত্রেও দেখা যাবে। গ্ল্যামার দুনিয়ায় পা রাখতে চলেছেন মোনালিসা৷
advertisement
4/7
মধ্যপ্রদেশের দরিদ্র পরিবারের মেয়ে গ্রামের অন্যদের সঙ্গে মালা বিক্রি করতেই কুম্ভমেলায় আসেন এবং সোশ্যাল মিডিয়ার দৌলতে তিনি আজ ভাইরাল৷
advertisement
5/7
মুম্বইয়ের চলচ্চিত্র পরিচালক সনোজ মিশ্রের আসন্ন ছবি 'দ্য ডায়েরি অফ মণিপুর'-এ মোনালিসা প্রধান চরিত্রে অভিনয় করার প্রস্তাব পেয়েছেন। বর্তমানে, মোনালিসার প্রশিক্ষণ ইন্দোর, মুম্বই এবং কেরালায় চলছে। ছবিটি ২০২৫ সালের অক্টোবরে মুক্তি পাবে।
advertisement
6/7
প্রথম ছবির জন্য ঠিক কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন মোনালিসা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন সকলে৷ জানা গিয়েছে, মোনালিসাকে প্রথম ছবির জন্য ২১ লক্ষ টাকা পারিশ্রমিক দিচ্ছেন পরিচালক৷
advertisement
7/7
উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি প্রথমবার বিমান চড়েন মোনালিসা৷ ববি চেম্মানুর নামে এক ব্যবসায়ীর গয়নার শোরুম উদ্বোধনের জন্য বিশেষ অতিথি হয়ে যান মোনলিসা৷ থাকেন সাত তারা হোটেলে৷ সেখানে নিয়ে হাত নেড়ে সকলকে অভিবাদন জানান এবং মালয়ালম ভাষায় আমন্ত্রিতদের সঙ্গে কথাও বলেন মোনালিসা৷