Madonna Health Update: অবস্থা সঙ্কটজনক! 'ICU'-তে ছিলেন ম্যাডোনা, এখন কেমন আছেন পপ তারকা
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Madonna Health Update: সম্প্রতি ম্যাডোনার ম্যানেজার গাই অসিয়ারি জানিয়েছেন, আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়ে উঠছেন ম্যাডোনা৷ তবে এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন৷
advertisement
1/5

আচমকাই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আমেরিকান পপ তারকা ম্যাডোনা৷ গত শনিবার হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়েন গায়িকা৷ তারপরই তাকে তড়িঘড়ি করে নিউইয়র্ক সিটি হাসপাতালে ভর্তি করা হয়৷
advertisement
2/5
একদিনের জন্য আইসিইউ-তে রাখা হয়েছিল ম্যাডোনাকে৷ এখন কেমন আছেন ম্যাডোনা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ সূত্রের খবর, ধীরে ধীরে আগের চেয়ে সুস্থ হয়ে উঠছেন গায়িকা৷
advertisement
3/5
দিনকয়েক পরেই ওয়ার্ল্ড ট্যুর ছিল ম্যাডোনার৷ তার জন্য জোরকদমে প্রস্তুতিও চলছিল৷ রিহার্সালের মধ্যেই আচমকা অসুস্থ হয়ে পড়েন গায়িকা৷ ম্যাডোনার ভক্তরা সকলেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন৷
advertisement
4/5
সম্প্রতি ম্যাডোনার ম্যানেজার গাই অসিয়ারি জানিয়েছেন, আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়ে উঠছেন ম্যাডোনা৷ তবে এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন৷
advertisement
5/5
২৪ জুন, শনিবার ম্যাডোনা হাসপাতালে ভর্তি হন৷ পপ গায়িকার গুরুতর ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়৷ যার কারণেই একদিন আইসিইউ-তে থাকতে হয়েছিল৷ আপাতত অসুস্থতার কারণে আগামী সমস্ত শো স্থগিত রেখেছেন৷ সুস্থ হওয়ার পর আবার কাজে যোগ দেবেন ম্যাডোনা৷