Madhuri Dixit Sisters: যাঁর হাসিতে হৃদয়ে ঢেউ ওঠে লক্ষ লক্ষ মানুষের, সেই মাধুরীর বোনেদের দেখেছেন? রূপে-গুণে টেক্কা দেবে নায়িকাকে!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Madhuri Dixit Sisters: মাধুরীকেই এমন সুন্দরী, তাহলে তাঁর বোনেরা কতটা সুন্দরী হতে পারেন ভাবতে পারছেন? আপনি কখনও মাধুরীর দিদি-বোনেদের পর্দায় দেখেছেন? ছবি দেখলে চমকে যাবেন নিঃসন্দেহে।
advertisement
1/12

মাধুরী দীক্ষিত, বলিউডের 'ধক ধক গার্ল'-এর রূপে-হাসিতে-নাচে-অভিনয়ে মুগ্ধ লক্ষ লক্ষ দর্শক। একবার তাঁর ঝলকে হৃদয়ে ঢেউ ওঠে হাজার হাজার পুরুষের।
advertisement
2/12
৫৭ বছর বয়সেও মাধুরীর ভক্তসংখ্যায় কোনও ভাঁটা পড়েনি।
advertisement
3/12
মাধুরীকেই এমন সুন্দরী, তাহলে তাঁর বোনেরা কতটা সুন্দরী হতে পারেন ভাবতে পারছেন?
advertisement
4/12
আপনি কখনও মাধুরীর দিদি-বোনেদের পর্দায় দেখেছেন? ছবি দেখলে চমকে যাবেন নিঃসন্দেহে।
advertisement
5/12
বলিউড কাঁপানো অভিনেত্রী মাধুরীর দুই বোন। রূপা দীক্ষিত এবং ভারতী দীক্ষিত। তাঁদের একটি ভাই আছে নাম অজিত দীক্ষিত। মাধুরীর বাবা-মা হলেন শঙ্কর দীক্ষিত এবং স্নেহলতা দীক্ষিত।
advertisement
6/12
মাধুরী যেরকম বলিউডে হিট, তেমনই আলাদা আলাদা প্রফেশনে সুপ্রতিষ্ঠিত তাঁর বোনেরা। মাধুরীর বোনেরা কেউই অবশ্য গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত নন। কিন্তু বর্তমানে তাঁরা যে যে প্রফেশনে রয়েছেন প্রত্যেকেই সুপ্রতিষ্ঠিত। তবে লাইমলাইট থেকে অনেকটা দূরে।
advertisement
7/12
রূপা দীক্ষিত মাধুরীর বড় দিদি। তিনি কম্পিউটার সায়েন্সে মাস্টার ডিগ্রি করেছেন। অনেক বছর ধরে তিনি ওয়াশিংটন ডিসি-তে রয়েছেন। রূপা বিয়ে করেছেন মনোজ ডান্ডেকরকে। ১৯৮৭ সালে তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। রূপার দুটি সন্তান রয়েছে।
advertisement
8/12
তাঁর বড় মেয়ে শিবানি ডাক্তার এবং ব্যক্তিগত প্রশিক্ষক এবং ডায়েটিশিয়ান। বোনের মতো রূপাও কথ্থক নাচে পারদর্শী।
advertisement
9/12
মাধুরীর আর এক বোন হলেন ভারতী। তাঁর সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। তবে তিনিও মাধুরী এবং রূপার মতো কথ্থক নাচে পারদর্শী। রূপে মাধুরীর থেকে কিছু কম নন তিনি। তবে মাধুরীর মতো তাঁর আর দুই বোন অভিনয় দুনিয়াতে পা রাখতে চাননি।
advertisement
10/12
মাধুরীর ভাই অজিত দীক্ষিতও বেশ প্রতিষ্ঠিত। তিনি একটি বহুজাতিক সংস্থার সিইও পদে রয়েছেন। তিনি আইআইটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর বিটেক করেছেন। তারপর মায়ামি ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছেন।
advertisement
11/12
মাধুরীকে তৈরিতে তার অভিনয়ের পাশাপাশি তার পরিবারেরও হাত রয়েছে। মাধুরী হয়তো রূপালী পর্দায় আধিপত্য বিস্তার করছেন কিন্তু পর্দার আড়ালে, মাধুরীর বোনেরা ছিলেন তাঁর জীবনের সবকিছু।
advertisement
12/12
মাধুরীর বোনরাও প্রশিক্ষিত কত্থক নৃত্যশিল্পী, কিন্তু মাধুরী অভিনেত্রী হতে চেয়েছিলেন বলে, তারা কখনও বলিউডে আসার চেষ্টাই করেননি।