Madhuri Dixit Sister: অপরূপ সুন্দরী, নাচে টেক্কা দিতে পারেন অপ্সরাদের! মাধুরী দীক্ষিতের বোনকে কেমন দেখতে? কী করে সে? জানেন...
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
১৯৬৭ সালের ১৫ মে মুম্বইয়ের ব্রাহ্মণ পরিবারে জন্ম৷ মা স্নেহলতা দীক্ষিত এবং বাবা শঙ্কর দীক্ষিত৷ মাধুরীর দুই বোন এবং এক দাদাও রয়েছে৷
advertisement
1/8

১৯৮৪ সালের ‘অবোধ’ সিনেমায় বলিউডে ডেবিউ৷ তারপর হাসির ঝলকানিতে, অভিনয়ের দক্ষতায় এবং সর্বোপরি অসাধারণ নৃত্য পটিয়সী হওয়ায় মুম্বইযতে নিজের জায়গা পাকা করে নিতে পেরেছিলেন মাধুরী৷
advertisement
2/8
১৯৬৭ সালের ১৫ মে মুম্বইয়ের ব্রাহ্মণ পরিবারে জন্ম৷ মা স্নেহলতা দীক্ষিত এবং বাবা শঙ্কর দীক্ষিত৷ মাধুরীর দুই বোন এবং এক দাদাও রয়েছে৷
advertisement
3/8
অন্যান্য মধ্যবিত্ত পরিবারের মতো মাধুরী ও তাঁর দিদিকেও ৩-৪ বছর বয়সে ভর্তি করিয়ে দেওয়া হয়েছিল কত্থক নাচের স্কুলে৷ সেখান থেকে নাচের প্রতি ভালবাসার শুরু৷ যখন ৭-৮ বছর বয়স, তখনও দিদি রূপা দীক্ষিতের পাশাপাশি নাচের স্টেজ পারফর্ম্যান্স করতেন মাধুরী৷ পরে বোন ভারতীকেও নাচের তালিম দেওয়া হয়৷
advertisement
4/8
মুম্বইয়ের আন্ধেরির ডিভাইন চাইল্ড হাই স্কুলে পড়াশোনা করার পরে ভিলে পার্লের সাথায়ে কলেজে মাইক্রোবায়োলজি নিয়ে অনার্স পড়তে শুরু করেছিলেন মাধুরী৷ কিন্তু, সেই কোর্স শেষ হতে না হতেই বলিউড থেকে আসতে শুরু করে একের পর এক অফার৷ আসলে নাচের জন্য ততদিনে মানুষের চোখে পড়ে গিয়েছিলেন তিনি৷
advertisement
5/8
এক সাক্ষাৎকারে মাধুরী বলেছেন, ‘‘আমার যখন ৯ বছর বয়স, তখন আমি কত্থকে একটা স্কলারশিপ পাই৷ আমার মনে আছে, প্রথমবার কাগজে আমার ছবি বেরিয়েছিল নাচেরই কাারণে গুরু পূর্ণিমার উৎসবে নাচ করেছিলাম৷ এক সাংবাদিক লিখেছিলেন, ‘এই ছোট্ট মেয়েটাই সব লাইমলাইট চুরি করে নিল৷’৷ নাচ আমায় সাফল্যের প্রথম অনুভূতির সঙ্গে পরিচয় করিয়েছিল৷’’
advertisement
6/8
নাচে অসাধারণ দক্ষতা, তার উপরে অসম্ভব রূপসী৷ দুই মিলে বলিউডে ক্যারিয়ার গড়তে লাগলেন মাধুরী৷ তবে তাঁর দিদি ও বোন পারিবারিক রীতি মেনেই পড়াশোনায় সাফল্য অর্জন করে নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হয়েছেন৷ এখন কী করেন তাঁরা?
advertisement
7/8
মাধুরীর দিদি রূপা দীক্ষিত একজন সফটঅয়্যার আর্কিটেক্ট এব বোন ভারতী দীক্ষিত একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার৷ লাইমলাইট থেকে দূরেই থাকেন তাঁরা৷ মাধুরীর দাদার নাম অজিত দীক্ষিত৷ ছবিতে দিদি, বোন আর মায়ের সঙ্গে মাধুরী৷
advertisement
8/8
বর্তমানে দুই ছেলে এবং স্বামীকে নিয়ে সংসার করার পাশাপাশি বলিউডে চুটিয়ে সেকেন্ড ইনিংস খেলছেন মাধুরী৷ সম্প্রতি তাঁকে ভু ভুলাইয়া টু-তেও দেখা গিয়েছে৷ ছবিতে দিদির সঙ্গে মাধুরী৷