Madhuri Dixit: মাধুরীর নতুন বাড়ির মাসে কত ভাড়া জানেন? ভাবতেও পারবেন না!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Madhuri Dixit: কয়েক লক্ষ টাকা শুধু মাসিক ভাড়া! রইল ছবি
advertisement
1/5

মাধুরী দিক্ষিত ও তাঁর স্বামী শ্রীরাম নেনে সম্প্রতি একটু নতুন বাড়ি লিসে নিয়েছেন। মুম্বই-এর ওরলিতে হাইরেস ব্লিডিংয়ে তাঁরা এই নতুন ঘর কিনেছেন। যার মাসের ভাড়া শুনলে অবাক হবেন। photo source Instagram
advertisement
2/5
এই বাড়িটির ডিজাইন করেছেন অপূভা শ্রফ। ২৯ তলায় এই ফ্ল্যাটটি। এমনভাবেই তৈরি করা হয়েছে যে দিনের বেলা পুরো বাড়িতে আলো খেলবে। photo source Instagram
advertisement
3/5
ডিজাইনার এই বাড়ির ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। এখনও কাজ চলছে ফ্ল্যাটের। photo source Instagram
advertisement
4/5
ডিজাইনারের মতে এরকম বাড়ি তিনি আগে বানাননি। এটা অনেকটা রোলারকোস্টারের মতো অনুভূতি দেবে। সব কিছু নতুন প্রযুক্তি দিয়ে তৈরি হচ্ছে এই বাড়ি। photo source Instagram
advertisement
5/5
৪৫ দিন সময় লাগবে পুরো হাউস সাজিয়ে তুলতে। তবে এই বাড়ির প্রতিমাসের ভাড়া চমকে দিয়েছে। ১২ লক্ষ ৫০ হাজার টাকা মাসিক রেন্টে এই বিলাসবহুল ফ্ল্যাটে থাকবেন মাধুরী ও তাঁর পরিবার। photo source Instagram