TRENDING:

Madhuri Dixit: ক্রিকেটের 'রাজকুমারের' সঙ্গে মাখো মাখো প্রেম ছিল মাধুরীর, পরিবারে জানাজানি হতেই সব শেষ! হাতেনাতে ধরা পড়েন নায়িকা, তারপর?

Last Updated:
Madhuri Dixit: একদা ক্রিকেটের রাজকুমারের সঙ্গে মাখো মাখো প্রেম ছিল মাধুরীর, কে জানেন?
advertisement
1/13
ক্রিকেটের 'রাজকুমারের' সঙ্গে মাখো মাখো প্রেম মাধুরীর, হাতেনাতে ধরা পড়ে সব শেষ!
১৫ মে ৫৭ বছরে পা দিলেন বলিউডের 'ধক ধক গার্ল' মাধুরী দীক্ষিত। বলিউডের এই নায়িকার জনপ্রিয়তা আজও সমান। ৮ থেকে ৮০ তাঁর রূপ ও অভিনয়ে মুগ্ধ।
advertisement
2/13
নায়িকার জন্মদিন উপলক্ষে এক অজানা কাহিনি জানা যাক। একদা ক্রিকেটের রাজকুমারের সঙ্গে মাখো মাখো প্রেম ছিল মাধুরীর, কে জানেন?
advertisement
3/13
৮ বছরের কেরিয়ারে ১৫ টেস্টে তাঁর মোট রান ৫৭৬। সর্বোচ্চ ৯৬। উইকেট পাননি একটিও। ১৯৬টি ওয়ান ডে ম্যাচে রান করেছেন ৫,৩৫৯। সর্বোচ্চ ১১৯। উইকেট নিয়েছেন ২০টি। ১৩টি ওয়ান ডে ম্যাচে তিনি ছিলেন ভারতের অধিনায়কও। তিনি অজয় জাদেজা।
advertisement
4/13
কেরিয়ারের সেরা ফর্মে থাকার সময় অজয়ের সঙ্গে জড়িয়েছিল মাধুরী দীক্ষিতের নাম। একটি পত্রিকার ফোটোশ্যুট ঘিরে দু’জনের প্রেমের গুঞ্জন গুঞ্জরিত হয়।
advertisement
5/13
পত্রিকার প্রচ্ছদে অজয়, মাধুরীর হাসিমুখে ছবি দেখে সিনে ও ক্রিকেট ভক্তদের মুখ থেকে একটাই শব্দ বেরিয়েছিল, বাহ। ক্রিকেট-বলিউড জগতের দুই তারা যে প্রেমের সাগরে ভাসছেন, সে খবর কানে পৌঁছাতে সময় লেগেছিল।
advertisement
6/13
শোনা গিয়েছিল, অজয় জাডেজার খেলারও ভক্ত ছিলেন ধক ধক গার্ল। তার আগে অবশ্য অনিল কাপুর, সঞ্জয় দত্তের সঙ্গেও মাধুরীর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল।
advertisement
7/13
জাডেজার অনুরোধে মাধুরী নাকি হিন্দি ছবিতে তাঁর অভিনয়েরও ব্যবস্থা করে দেন। কিন্তু সে সময় হঠাৎই জাডেজার ব্যাটে রানের খরা দেখা দেয়। কেরিয়ারের ব্যাডপ্যাচের মধ্যে জাডেজা আর বলিউড অভিযানে রাজি হননি। সে শখ অবশ্য পরে পূর্ণ করে নিয়েছিলেন তিনি।
advertisement
8/13
কিন্তু জাডেজার পরিবারের সদস্যরা এই সম্পর্কের বিরুদ্ধে ছিলেন। সিনেমার নায়িকার সঙ্গে ছেলের সম্পর্ক নাকি কিছুতেই মেনে নিতে পারেননি তাঁরা। মাধুরী-জাডেজার প্রেম যত এগিয়েছে ততই ক্রিকেটারের পারফরম্যান্স তলানিতে নেমেছে।
advertisement
9/13
একটা সময় রানের খরা চলছিল অজয়ের ব্যাটে। অজয়ের পরিবার এর পিছনে মাধুরীর সঙ্গে সম্পর্কে দায়ী করতেন।
advertisement
10/13
তাছাড়া, সাধারণ মরাঠি ব্রাহ্মণ পরিবারের মেয়ে হওয়ায় মাধুরীকে পুত্রবধূ হিসেবে পছন্দ ছিল না জাডেজা পরিবারের। শোনা যায়, পারিবারিক আপত্তি ছাড়াও ক্রিকেট থেকে জাডেজার নির্বাসনের কোপেও ভেঙে যায় তাঁদের প্রেম।
advertisement
11/13
জাডেজার ক্রিকেট জীবন সংক্ষিপ্ত হয়ে যায় নিষেধাজ্ঞার কোপে। ম্যাচ গড়াপেটার অভিযোগে অভিযুক্ত ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। ২০০০ সালে ৫ বছরের জন্য তিনি নির্বাসিত হন সব ধরনের ক্রিকেট থেকে।
advertisement
12/13
আরও এক ক্রিকেট-বলিউডের প্রেম কাহিনি অপূর্ণ থেকে যায়। সেবছরই ডাক্তার রাম নেনের বিয়ে করে আমেরিকায় পাড়ি দেন মাধুরী।
advertisement
13/13
নির্বাসনের মেয়াদ পেরিয়ে জাডেজা ধীরে ধীরে ফিরে আসেন জীবনের স্বাভাবিক ছন্দে। ২০০১ সালের ৩০ মার্চ তিনি বিয়ে করেন অদিতি জেটলিকে। ভরতনাট্যম শিল্পী অদিতি রাজনীতিক জয়া জেটলির মেয়ে। জয়ার বাবা অশোকও ছিলেন গুরুত্বপূর্ণ সরকারি পদে। তাঁদের দুই ছেলেমেয়ে রয়েছে, ছেলে আইমান এবং মেয়ে আমীরা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Madhuri Dixit: ক্রিকেটের 'রাজকুমারের' সঙ্গে মাখো মাখো প্রেম ছিল মাধুরীর, পরিবারে জানাজানি হতেই সব শেষ! হাতেনাতে ধরা পড়েন নায়িকা, তারপর?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল