Madhubani Goswami: লাল টুকটুকে বেনারসি, গা ভর্তি গয়না! বাহারি সব পদে পরম যত্নে সাধভক্ষণ মধুবনীর
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Madhubani Goswami: লাল টুকটুকে বেনারসি, গা ভর্তি গয়না, সিঁথিতে সিঁদুর, কপালে টিপ। সাধভক্ষণে মনের মতো করে সেজে উঠেছিলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। অতীতের সেই স্মৃতির পাতা ওল্টালেন অভিনেত্রী।
advertisement
1/5

লাল টুকটুকে বেনারসি, গা ভর্তি গয়না, সিঁথিতে সিঁদুর, কপালে টিপ। সাধভক্ষণে মনের মতো করে সেজে উঠেছিলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। অতীতের সেই স্মৃতির পাতা ওল্টালেন অভিনেত্রী।
advertisement
2/5
লকডাউনে সাধ খেয়েছিলেন মধুবনী। সেই নস্টালজিয়াই আরও একবার ছুঁয়ে দেখলেন তিনি। বাহারি সব মাছ, মাছের মাথা, নানা রকম ভাজা, মধুবনীকে পছন্দের সব পদ রেঁধে খাইয়েছিলেন তাঁর শাশুড়ি। সাজগোজ থেকে পেটপুজো, সবেরই ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
advertisement
3/5
২০২১ সালে পুত্রসন্তানের জন্ম দেন মধুবনী। ছেলের নাম রাখেন কেশব। আপাতত একরত্তিকে ঘিরেই আবর্তিত তাঁর জীবন।
advertisement
4/5
ছেলেকে সামলানোর জন্য দীর্ঘ দিন পর্দা থেকে দূরে ছিলেন মধুবনী। চলতি বছরে ফের ছোট পর্দায় শুরু করেন কাজ।
advertisement
5/5
'ভালবাসা ডট কম'-এ অভিনয়ের সূত্রে রাজা গোস্বামীর সঙ্গে আলাপ মধুবনীর। সেই আলাপ থেকে বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম। বিয়ের করে আপাতত গুছিয়ে সংসার করছেন তাঁরা।