Aniruddha Roy Chowdhury's Daughter Wedding : মেয়ে-জামাইয়ের চুম্বনের ছবি দিলেন অনিরুদ্ধ! নবদম্পতি দশ গোল দেবেন নায়ক-নায়িকাদের, সই সুন্দরীর বিয়ে
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Aniruddha Roy Chowdhury's Daughter Wedding : প্রচারের আলোর থেকে দূরে থাকা তারকা-সন্তান এবার হোয়াইট ওয়েডিংয়ের সুবাদে নেটিজেনদের নজরে এসেছেন। অনিরুদ্ধ-কন্যার সৌন্দর্যে মুগ্ধ জনতা।
advertisement
1/12

আবারও জ্বলজ্বল করে উঠল বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর ইনস্টাগ্রাম প্রোফাইল। প্রেম, ভালবাসা, আনন্দ, স্নেহের এক অপরূপ মিশ্রণ। মেয়ের বিয়ের আরও কিছু ছবি পোস্ট করলেন টনি।
advertisement
2/12
৩১-এ পড়তে চলেছে মেয়ে। তার আগেই প্রেরণা ওরফে সইয়ের বিয়ে দিলেন পরিচালক। আমেরিকান বংশোদ্ভূত পাত্রের সঙ্গে মার্কিন মুলুকেই বিয়ে হয়েছে গত ৮ জুলাই।
advertisement
3/12
অনিরুদ্ধর জামাই জনি ফিগেল সদ্য তাঁর আর প্রেরণার স্বপ্নের হোয়াইট ওয়েডিংয়ের আরও নতুন কিছু ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। তার পরেই দেখা গেল, অনিরুদ্ধও মেয়ে-জামাইয়ের ছবিতে ভরিয়ে তুলেছেন ইনস্টাগ্রাম।
advertisement
4/12
সই সাদা গাউনে অপরূপ, গাঢ় নীল স্যুটে রূপবান জনি। একে অপরকে আলিঙ্গন করে রয়েছেন অধিকাংশ ছবিতে। খ্রিস্টান বিয়ের সমস্ত রীতি মেনেই পরস্পরকে সঙ্গ দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হলেন প্রেরণা-জনি।
advertisement
5/12
অনিরুদ্ধর একটি ছবিতে দেখা গেল, খ্রিস্টান বিয়ের রীতি মেনে বিয়ে সেরে ঠোঁটঠাসা চুম্বনে মেতেছেন নবদম্পতি। শিকাগো প্ল্যানেটোরিয়ামের আকাশে যেন প্রেমের রঙে রাঙা হল।
advertisement
6/12
নবদম্পতি যেন এক তুড়িতে টলি-বলির নায়ক-নায়িকাদের দশ গোল দিয়ে দিতে পারেন। কোনও চলচ্চিত্রের চেয়ে কম জমকালো নয় এই বিয়ে, কোনও নায়ক-নায়িকার চেয়ে কম সুন্দর নন দম্পতি।
advertisement
7/12
আমেরিকার এক মাল্টিন্যাশনাল ফাইন্যান্স সংস্থায় কর্মরত সই। সেখানেই যুগলের আলাপ। খ্রিষ্টান মতে বিয়ে করার পর কলকাতা ও মুম্বইয়ে একটি রিসেপশন হবে বলে শোনা গিয়েছিল আগেই।
advertisement
8/12
‘পিঙ্ক’-এর পরিচালক অনিরুদ্ধ ও তাঁর স্ত্রী ইন্দ্রাণী আমেরিকা পাড়ি দিয়েছিলেন বিয়ের আগে। ফিরে এসে মন খারাপ হয়েছিল বলে মেয়ে-জামাইয়ের ছবি দিয়ে লিখেছিলেন, ‘বাড়ি ফিরলাম, তোমাদের মিস করছি সোনা।’
advertisement
9/12
মেয়ের বিয়েতে স্যুট পরেছিলেন অনিরুদ্ধে। স্ত্রী ইন্দ্রাণীকে গোলাপি শাড়িতে অসাধারণ লেগেছিল। খ্রিস্টান রীতি মেনে মেয়ের সঙ্গে হেঁটে মঞ্চে উঠেছিলেন।
advertisement
10/12
মার্কিনী বেয়াই-বেয়ানদের সঙ্গে বাঙালি দম্পতির একাধিক ছবি ও ভিডিও দেখে বোঝা গেল, দুই পরিবারের মধ্যে বেশ সুসম্পর্ক রয়েছে।
advertisement
11/12
টলিউডের তারকা শিল্পী অপর্ণা সেন এবং ইন্দ্রদীপ দাশগুপ্তের মতো অনেকেই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছিলেন অনিরুদ্ধর পোস্টে। এবার কেবল কলকাতায় রিসেপশনের অপেক্ষা।
advertisement
12/12
প্রচারের আলোর থেকে দূরে থাকা তারকা-সন্তান এবার হোয়াইট ওয়েডিংয়ের সুবাদে নেটিজেনদের নজরে এসেছেন। অনিরুদ্ধ-কন্যার সৌন্দর্যে মুগ্ধ জনতা কলকাতায় মার্কিন-জামাই বরণের অপেক্ষায় রয়েছেন যেন।