TRENDING:

Bollywood Actress Mandakini: হুডখোলা জিপে 'রাম তেরি গঙ্গা ম্যায়লি'র মন্দাকিনী! ৮০-র দশকে বুকে ঝড় তোলা নায়িকাকে দেখতে নবীন-প্রবীণের ভিড় মধ্যমগ্রামে

Last Updated:
Bollywood Actress Mandakini: হুডখোলা জিপে দাঁড়িয়ে হাত নাড়িয়ে, হাসিমুখে সারলেন ভোটপ্রচার। অভিনেত্রীর সঙ্গে গাড়িতে দেখা গেল মধ্যমগ্রামের বিধায়ক তথা খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, মন্ত্রী ব্রাত্য বসুকেও।
advertisement
1/6
হুডখোলা জিপে মন্দাকিনী! ৮০র দশকে বুকে ঝড় তোলা নায়িকাকে দেখতে নবীন-প্রবীণের ভিড়
মধ্যমগ্রামের রাস্তায় এদিন যেন নবীনদের ছাড়িয়ে ছিল প্রবীনদের ভিড়। বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা: কাকলি ঘোষ দাস্তিদারের সমর্থনে প্রচারে আসলেন আশির দশকে বলিউডে ঝড় তোলা 'রাম তেরি গঙ্গা ম্যায়লি' খ্যাত অভিনেত্রী মন্দাকিনী।
advertisement
2/6
এদিন মধ্যমগ্রামে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের বাড়ি দিগবেরিয়া থেকে মিছিল করে শহরের বিভিন্ন প্রান্তে হুড খোলা জিপে ঘোরেন অভিনেত্রী।
advertisement
3/6
তবে, এদিন রাজনীতির বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি মন্দাকিনী। নায়িকা জানান, ভাল মানুষের সঙ্গে থাকতে পারলে ভাল লাগে। সেই কারণেই তিনি কাকলি দেবীর প্রচারে এসেছেন।
advertisement
4/6
বলিউডের এই নায়িকার প্রচারে বেরনোর খবর পেতেই, আশপাশের এলাকার নবীন প্রজন্মের পাশাপাশি প্রবীণ মানুষদেরও দেখা গেল রাস্তার। দু'ধারে দাঁড়িয়ে একবার এই আশির দশকের হৃদয়ে ঝড় তোলা বলিউড অভিনেত্রী মন্দাকিনী কে চাক্ষুষ করলেন সবাই।
advertisement
5/6
কেউ লাঠি হাতে, কেউ দোকান ছেড়ে, কেউ আবার সান্ধ্যকালীন ভ্রমণ বন্ধ রেখেই অভিনেত্রী মন্দাকিনীকে দেখতে এলেন। অভিনেত্রীকে সামনে দেখে অনেকেই ফিরে গেলেন অতীতে। সোনালী দিনের স্মৃতি রোমন্থন শুরু।
advertisement
6/6
অভিনেত্রীও হুড খোলা জিপে দাঁড়িয়ে হাত নাড়িয়ে, হাসিমুখে সারলেন ভোটপ্রচার। অভিনেত্রীর সঙ্গে গাড়িতে দেখা গেল মধ্যমগ্রামের বিধায়ক তথা খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, মন্ত্রী ব্রাত্য বসুকেও। এদিন শেষ লগ্নের প্রচারে প্রবীণ মানুষদের ভোটের ময়দানে উৎসাহ জোগাতেই মন্দাকিনীর এই রোড শো-র আয়োজন তৃণমূলের, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Actress Mandakini: হুডখোলা জিপে 'রাম তেরি গঙ্গা ম্যায়লি'র মন্দাকিনী! ৮০-র দশকে বুকে ঝড় তোলা নায়িকাকে দেখতে নবীন-প্রবীণের ভিড় মধ্যমগ্রামে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল