কোভিডে আক্রান্ত প্রয়াত দক্ষিণী তারকা চিরঞ্জীবী সারজার স্ত্রী ও ১ মাসের ছেলে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
রেহাই পেল না দুধের শিশুও। প্রায়াত দক্ষিণী তারকা চিরঞ্জীবী সারজা ও মেঘনা রাজের পুত্র করোনা পজিটিভ
advertisement
1/4

রেহাই পেল না দুধের শিশুও। প্রায়াত দক্ষিণী তারকা চিরঞ্জীবী সারজা ও মেঘনা রাজের পুত্র করোনা পজিটিভ।
advertisement
2/4
মেঘনা রাজ, তাঁর বাবা, মা ও একরত্তি ছেলে করোনায় আক্রান্ত। মেঘনা নিজেই এই খবর সোশ্যাল মিডিয়ায় জানান।
advertisement
3/4
মেঘনা লেখেন, '' আমার মা, বাবা আমি ও আমার ছেলে কোভিড পজিটিভ। চিরু ও আমার ফ্যানেদের বলব, চিন্তা না করতে। আমাদের চিকিৎসা চলছে, সুস্থ হয়ে উঠছি। জুনিয়র সি-ও এক্কেবারে ভাল আছে, আমাকে সারাক্ষণ ব্যস্ত রাখছে। আমরা সপরিবারে কোভিডের বিরুদ্ধে লড়াই করব, ঠিক জিতে যাব।''
advertisement
4/4
চলতি বছর জুন মাসে মৃত্যু হয় জনপ্রিয় দক্ষিণী তারকা চিরঞ্জীবী সারজার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৯। শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা নিয়ে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, পরের দিন চিকিৎসায় সাড়া দেওয়া বন্ধ হয়ে যায় তাঁর। এর পরেই মৃত্যু হয় চিরঞ্জীবীর। তাঁর মৃত্যুর পর জন্ম হয় তাঁর সন্তানের। চিরঞ্জীবীর মৃত্যুর সময় স্ত্রী মেঘনা রাজ অন্তঃসত্ত্বা ছিলেন।