TRENDING:

Entertainment Gossip: এখনও স্কুলে যায়, সিরিয়ালের মতোই বাস্তবেও প্রেম করছে অভিষেক-কন্যা সাইনা? সাফ জানালেন মা সংযুক্তা

Last Updated:
Gossip: সিরিয়ালে অভিনীত চরিত্রের মতোই বাস্তবে শান্ত সাইনা, খুব ধীরে কথা বলেন। বাস্তবেও কি প্রেম করছে অভিষেক কন্যা সাইনা চট্টোপাধ্যায়? জানিয়েছেন তাঁর মা সংযুক্তা চট্টোপাধ্যায়।
advertisement
1/6
এখনও স্কুলে যায়, সিরিয়ালের মতোই বাস্তবেও প্রেম করছে অভিষেক-কন্যা সাইনা? সাফ জানালেন মা
*অনুরাগের ছোঁয়া দিয়ে অভিনয়ের দুনিয়ায় পা রেখেছে প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা চট্টোপাধ্যায়। ধারাবাহিকে রূপা চরিত্রে অভিনয় করছে সে। শান্ত, ধীর-স্থির চরিত্র রূপার মতোই বাস্তবে শান্ত সাইনা। খুব ধীরে কথা বলে। বাড়িতে সরস্বতী পুজো করেছে মা-মেয়ে মিলে। সেখানেই মেয়ের 'প্রেম' নিয়ে কথা বলেছেন সাইনার মা সংযুক্তা চট্টোপাধ্যায়। সংগৃহীত ছবি।
advertisement
2/6
*মেয়ের প্রেম বাস্তবে এখনও হয়নি বলেই জানিয়েছেন মা সংযুক্তা। যদিও ধারাবাহিকে দেখানো হয়েছে রূপা-র প্রেমিককে। মা হিসেবে মেয়ের প্রেমিককে দেখে কেমন লেগেছে জানতে চাইলে মা বলেন, তাঁর ভালই লেগেছে। নিজের টিনএজের কথা মনে পরছে বারে বারে। তবে মায়ের কথায় লজ্জা পেয়ে গিয়েছে সাইনা। সংগৃহীত ছবি।
advertisement
3/6
*বাস্তবেও কি প্রেম করছে অভিষেক কন্যা সাইনা? জানিয়েছেন এখনও প্রেম আসেনি তার জীবনে। তবে সেরকম কেউ এলে মা-কে সবার আগে জানাবে। সংগৃহীত ছবি।
advertisement
4/6
*বছরখানেক আগে অভিষেক চট্টোপাধ্যায় প্রয়াত হন। মেয়েকে ভালবেসে 'ডলু মা' বলে ডাকতেন অভিনেতা। তবে মেয়েকে অভিনেত্রী হিসেবে কাজ করতে দেখা হয়নি। যদিও সংযুক্তা চট্টোপাধ্যায় বলেন, মেয়ের কাছে বাবাই সব, ডলের ওপরে বাবার ভরসার হাত সবসময় রয়েছে, তাই তিনি অনেকটাই নিশ্চিন্ত। সংগৃহীত ছবি।
advertisement
5/6
*সংযুক্তা জানিয়েছেন, ডলের সিদ্ধান্ত ছিল অভিনেত্রী হওয়ার। আর মেয়ের ইচ্ছেকে সম্মান দিয়ে না করেননি তিনি। সংগৃহীত ছবি।
advertisement
6/6
*২০২২ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিষেকের। তারপর থেকে নিজের অফিস, পরিবার, মেয়ে, সবটা একা হাতে সামলাচ্ছেন সংযুক্তা। প্রয়াত স্বামীকে নিয়ে মাঝেমাধ্যেই পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Entertainment Gossip: এখনও স্কুলে যায়, সিরিয়ালের মতোই বাস্তবেও প্রেম করছে অভিষেক-কন্যা সাইনা? সাফ জানালেন মা সংযুক্তা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল